পাইকগাছার ৩ ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

0
368

নিজস্ব প্রতিবেদক :


পাইকগাছায় ইট কাটা ও ভাটা নিয়ন্ত্রণ আইন লংঘন করে ভাটা পরিচালনার অপরাধে ভ্রাম্যমান আদালতে ২ ভাটা মালিককে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান খান ও মিজানুর রহমান এ আদালত পরিচালনা করেন।

উপজেলার বোয়ালিয়াস্থ এসকে ব্রিক্সের মালিক সমীরণ সাধুকে ৫০ হাজার টাকা, যমুনা ব্রিক্স-১ ও ২ এর মালিক মজিদ মোড়লকে ৮০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, এসআই তাকবীর হোসেন ও পলাশ মাহমুদসহ সঙ্গীয় ফোর্স।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ভাটা মালিকদেও সরকারী নীতিমালা অনুযায়ী ভাটা পরিচালনায় ব্যর্থ হলে অভিযান অব্যাহত থাকবে।