পাইকগাছার দেলুটিতে বিরোধপূর্ণ জমি নিয়ে বঙ্গবন্ধু চত্বরে দু’পক্ষের বৈঠক

0
202

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার দেলুটিতে রবি সরদার গং ও মজিদ-মোস্তফা গংদের মধ্যে চিংড়ি ঘেরে দীর্ঘদিনের বিরোধপূর্ণ জমি নিয়ে সলিশী বৈঠক অনুষ্ঠিত হয়েছ। শুক্রবার থানার বঙ্গবন্ধু চত্বরে বৈঠকে ওসি এমদাদুল হক শেখ দুপক্ষকে জানিয়ে দিয়েছেন কোন ভয়ের কারন নেই, নিস্পতি না হওয়া পর্যন্ত যে-যে ভাবে দখলে রয়েছেন, সে-সেই ভাবে দখলে থাকবেন। শান্তিপুর্ন পরিবেশ বা সরকারের ভাবমুর্তি নষ্ট করার জন্য কোন পক্ষই কোন হঠকারী সিদ্ধান্ত নিবেন না।
বৈঠকে মজিদ গং ও তাদের আইনজীবিরা বলেন, এ মৌজায় ২টি নিলামে প্রায় ২৮ একর সম্পতি ক্রয় করে তারা অনেক পরিবার এ জমি ভোগ দখলে রয়েছেন। বর্তমান জরিপে রেকর্ড সহ করখাজনা দিয়ে আসছেন। তবে এ নিয়ে উচ্চ আদালতে মামলাও চলছে। অন্যদিকে রবি সরদাররগং ও তাদের আইনজীবিরা জানান, এ সম্পতি তাদের বাপ-দাদাদের। এ ২টি নিলাম তঞ্চকি ও অস্তিত্ব খুজে পাচ্ছে না বলে তারা দাবী করেছেন। তারাও বলেন, এ সম্পতি নিয়ে বিভিন্ন আদালতে মামলা চলার কথা জানিয়েছেন। তারা জানান,এ নিয়ে ইতোপুর্বে হামলা-মামলার ইতিহাস রয়েছে। বৈঠকের সময়ে উপস্থিত ছিলেন, ওসি তদন্ত আশরাফ হোসেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও পূজাউদযাপন পরিষদের সভাপতি সমিরণ কুমার সাধু,পাইকগাছা প্রেসক্লাব সভাপতি এড, এফএম আঃ রাজ্জাক, সম্পাদক এম মোসলেম উদ্দীন, সাবেক সভাপতি আঃ গফুর, দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ, পুজা উদযাপন পরিষদের কোষাধক্ষ্য সুনিল মন্ডল, সাংগঠনিক সম্পাদক বাবুরাম মন্ডল, পিযুষ সাধু সহ বিশিষ্ট জনরা।