পাইকগাছার চাঁদখালীতে দোকান ঘর ভাংচুর : অবৈধ দখলের চেষ্টা

0
200

পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছার চাঁদখালী বাজারে বেল্লাল মোল্লা নামে এক ব্যক্তির বিরুদ্ধে রাতের আধারে ভাংচুর করে দোকান ঘর দখল চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় বিবাদমান দু’পক্ষের মধ্যে থানায় বসাবসির পর গভীর রাতে এ ভাংচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিল্লাল মোল্লা চাঁদখালী ইউপির বিষ্ণুপুর গ্রামের জয়নুউদ্দীন মোল্লার ছেলে। চাঁদখালী গ্রামের বাসিন্দা মৃত কালু গাজীর ছেলে শাহাবুদ্দীন গাজী জানান, সরকারী নিয়মনীতি মেনে আমি চাঁদখালী বাজাস্থ মিস ২৭/৬৪-১৪-১৫ কেসে পেরীফেরীভুক্ত ১ খতিয়ানের ১/১১ দাগের ০,০০৫০ একর সম্পত্তিতে পাকা দোকান নির্মাণ করে ভোগদখলে রয়েছি। তিনি অভিযোগ করেন বিল্লাল মোল্লা মৌখিক ভাবে ভাড়ার কথা বলে এ দোকান ঘরটি দখলের চেষ্টা করে ব্যর্থ হয়। এ ঘটনায় শনিবার থানায় দু’ পক্ষের মধ্যে বসাবসি হলে কাগজপত্র পর্যালোচনার জন্য পুনরায় সোমবারে বসাবসির দিন ধার্য্য হয়। এর মধ্যে ঐ দিন গভীর রাতে বিল্লাল দম্পত্তি লোকজন নিয়ে দোকান ঘরের পাঁকা ওয়াল ভেঙ্গে ব্যাপক ক্ষয়-ক্ষতি করেন। এ ঘটনায় রবিবার সকালে শাহাবুদ্দীন গাজী বাদী হয়ে মোঃ বিল্লাল মোল্লা, সোহেল, টুটুল সহ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। সরেজমিনে গেলে স্থানীয়রা জানান,বিবাদমান দুটি পক্ষ পরস্পর নিজেরা। এবং এ দোকান ঘরটির বৈধ মালিক হলো শাহাবুদ্দীন, কিন্তু কিছুদিন পুর্বে বিল্লাল মোল্লা ভাড়া নিয়ে এখন নিজের দাবী করছেন এবং শনিবার ভোর রাতে বিল্লাল দম্পত্তি ওয়াল ভাংচুর করে। এএসআই শেখ পলাশ হোসেন জানান থানায় বসাবসিতে শাহাবুদ্দীন বৈধ কাগজ পত্র দেখাতে পারলেও বিল্লাল মোল্লা তার স্বপক্ষে কাগজ দেখাতে পারেননি। এ বিষয়ে ওসি (তদন্ত) মোঃ আশরাফুল আলম বলেন, দোকান ঘরটির বিরোধ নিয়ে পুনরায় দু’পক্ষের মধ্যে সোমবার বসাবসির দিন ধার্য্য ছিল কিন্ত রাতে এ ভাংচুরের ঘটনা ঘটলে থানায় অভিযোগ হয়েছে।