পশ্চিমবঙ্গে একদিনে করোনা শনাক্ত ও ম”ত্যুর রেকর্ড

0
159

টাইমস বিদেশ :
দৈনিক করোনা সংক্রমণ আর ম”ত্যুর সংখ্যায় রেকর্ড হয়েছে পশ্চিমবঙ্গে। বুধবার রাজ্যটিতে একদিনে সর্বো”চ সংখ্যক করোনা সংক্রমণ হয়েছে। এদিন মারা যায় ৬৪ জন। যা এ রাজ্যে এখন পর্যন্ত একদিনে সর্বো”চ ম”ত্যু। বুধবার পশ্চিমবঙ্গ স্বা¯’্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন তিন হাজার ৬৭৭ জন, যা এখনও পর্যন্ত রেকর্ড। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন তিন লাখ পাঁচ হাজার ৬৯৭ জন। সংক্রমণের সঙ্গে ম”ত্যুর সংখ্যাটাও উদ্বেগ বাড়া”েছ। রাজ্যে এখনও পর্যন্ত একদিনে রেকর্ড ম”ত্যু ছিল ৬৩ জনের। বুধবার সেই গ-ি পেরিয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় মোট ৬৪ জনের ম”ত্যু হয়েছে। ৬৪ জনের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১২ জন। উত্তর ২৪ পরগনায় ম”ত্যু হয়েছে ১৪ জনের। ৯ জন মারা গেছেন হাওড়ায়। পাঁচজন দক্ষিণ ২৪ পরগনায় এবং চারজনের ম”ত্যু হয়েছে হুগলিতে। বুধবার রাজ্যে নতুন করে সু¯’ হয়েছেন তিন হাজার ৯৬ জন। এ নিয়ে মোট সু¯’ হয়ে উঠেছেন দুই লাখ ৬৮ হাজার ৩৮৪ জন। রাজ্যে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩১ হাজার ৫০৫। দৈনিক সংক্রমণের নিরিখে এদিন কলকাতা ছাপিয়ে গেছে উত্তর ২৪ পরগনাকে। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৭৫২ জন। কলকাতায় ওই সময়ে আক্রান্তের সংখ্যা ৭৯৪। রাজ্যের অন্যান্য জেলায় করোনা সংক্রমণের চিত্রটা এমন- দক্ষিণ ২৪ পরগনা (২৩৪), হুগলি (১৬৩), হাওড়া (২২৮), পশ্চিম বর্ধমান (৯৫), পূর্ব বর্ধমান (৮৪), পূর্ব মেদিনীপুর (৯৩), পশ্চিম মেদিনীপুর (১২২), বাঁকুড়া (৭৯), পুরুলিয়া (৭০), ঝাড়গ্রাম (৪৮), বীরভূম (৭৮), নদিয়া (১৩৭) ও মুর্শিদাবাদ (৯১)। এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার (৭৩), কোচবিহার (৮১), দার্জিলিং (১১৫), জলপাইগুড়ি (৯০), উত্তর দিনাজপুরে (৪৬) দক্ষিণবঙ্গের তুলনায় করোনার প্রকোপ অনেকটা কম।