পরিসংখ্যান কথা বলছে অস্ট্রেলিয়ার হয়ে

0
439
SOUTHAMPTON, ENGLAND - MAY 25: Steve Smith of Australia acknowledges the crowd after reaching his century during the ICC Cricket World Cup 2019 Warm Up match between England and Australia at the Ageas Bowl on May 25, 2019 in Southampton, England. (Photo by Steve Bardens/Getty Images) *** Local Caption *** Steve Smith

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ (বৃহস্পতিবার) মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। বার্মিংহামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে বারুদে ঠাসা এ ম্যাচ।

এক নজরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের বেশ কিছু পরিসংখ্যান জেনে নেয়া যাক :

মোট ম্যাচ : ১৪৮
ইংল্যান্ডের জয় : ৬১টি
অস্ট্রেলিয়ার জয় : ৮২টি
টাই : ২টি
পরিত্যক্ত : ৩টি

সর্বোচ্চ দলীয় স্কোর-
ইংল্যান্ড : ৪৮১/৬, নটিংহ্যাম, ২০১৮
অস্ট্রেলিয়া : ৩৪২/৯, মেলবোর্ন, ২০১৫

সর্বনিম্ন দলীয় স্কোর-
ইংল্যান্ড : ৮৬/১০, ম্যানচেস্টার, ২০০১
অস্ট্রেলিয়া : ৭০/১০, বার্মিংহাম, ১৯৭৭

বড় জয়
ইংল্যান্ড : ২৪২ রানে ও ৯ উইকেটে
অস্ট্রেলিয়া : ১৬২ রানে ও ১০ উইকেটে

সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ-
ইংল্যান্ড : এউইন মরগ্যান ১৮১৯ রান
অস্ট্রেলিয়া : রিকি পন্টিং ১৫৯৮ রান

ব্যক্তিগত সেরা ইনিংস-
ইংল্যান্ড : জেসন রয় ১৮০ রান
অস্ট্রেলিয়া : শেন ওয়াটসন ১৬১* রান

সবচেয়ে বেশি উইকেট –
ইংল্যান্ড : জেমস অ্যান্ডারসন ৩৮ উইকেট
অস্ট্রেলিয়া : ব্রেট লি ৬৫ উইকেট

সেরা বোলিং-
ইংল্যান্ড : ক্রিস ওকস ৬/৪৫
অস্ট্রেলিয়া : অ্যান্ডি বিকেল ৭/২০

সর্বোচ্চ ডিসমিসাল-
ইংল্যান্ড : জস বাটলার ৪৮টি
অস্ট্রেলিয়া : অ্যাডাম গিলক্রিস্ট ৬৪টি

সবচেয়ে বেশি ম্যাচ-
ইংল্যান্ড : এউইন মরগ্যান ৫২ ম্যাচ
অস্ট্রেলিয়া : মাইকেল ক্লার্ক ৪৪ ম্যাচ