পরিবারকে সময় দিতে আইপিএলকে ‘না’ ডেভিড উইলি

0
823

স্পোর্টস ডেস্ক, খুলনা টাইমস:

বাঁহাতি পেস বোলিং এবং কার্যকরী ব্যাটিং মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ এক প্যাকেজ ইংল্যান্ডের অলরাউন্ডার ডেভিড উইলি। যে কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটেও দারুণ চাহিদা রয়েছে তার। চলতি আসরে খেলার কথা ছিলো বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে।

তবে পরিবারকে সময় দিতে, পরিবারের পাশে থাকতে এবারের আইপিএলে না খেলার ব্যাপার সিদ্ধান্ত নিয়েছেন উইলি। প্রাথমিকভাবে নিজের দ্বিতীয় সন্তানের জন্মদানের জন্য আইপিএলের প্রথম অংশ না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন ২৯ বছর বয়সী এ তারকা ক্রিকেটার।

কিন্তু সহধর্মিনী ক্যারোলিন উইলির বর্তমান অবস্থায় তাকে ছেড়ে আইপিএলে যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়া বেশ কঠিন বলেই মনে করছেন ডেভিড উইলি। যে কারণে চেন্নাই ফ্র্যাঞ্চাইজিকে আইপিএলের এবারের আসরে না খেলার ব্যাপারে জানিয়ে দিয়েছেন উইলি।

নিজ দেশ ইংল্যান্ডের হেডিংলিতে সংবাদমাধ্যমে উইলি বলেন, ‘দুর্ভাগ্যবশত পারিবারিক দায়িত্বের কারণে আমি এবারের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। চেন্নাই ফ্র্যাঞ্চাইজি বরাবরের মতোই আমার অবস্থা বুঝেছে। এছাড়া ইয়র্কশায়ারও সবসময়ের মতো আমার প্রতি সহমর্মিতা প্রদর্শন করেছে।’

এ সময় তিনি আরও বলেন, ‘এটা কখনোই সহজ সিদ্ধান্ত ছিল না। যাইহোক এটা আমার পরিবারের জন্য সঠিক সিদ্ধান্ত। আমার স্ত্রী দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছে এবং কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাই আমাকে ইংল্যান্ডেই থাকতে হবে এখন।’

উইলি জানান বর্তমান অবস্থার উন্নতি ঘটলে পরে পুনরায় ক্রিকেটে মন দিতে পারবেন তিনি। আশা করছেন ইংল্যান্ডের পঞ্চাশ ওভারের টুর্নামেন্টে খেলতে নামতে পারবেন উইলি।

তিনি বলেন, ‘যেকোনো সময় আমার পরিবারকেই আগে বিবেচনা করতে হবে। যদি আমি বর্তমান অবস্থার সমাধান করতে পারি, এরপর না হয় ক্রিকেটে মনোযোগ দেয়া যাবে। আমি এখন ইয়র্কশায়ার দলে আছি। তারা আমাকে জানিয়েছে আমি যখন পারবো তখন থেকেই দলের সঙ্গে যোগ দেয়া যাবে। তবে আমি আশা করছি পঞ্চাশ ওভারের টুর্নামেন্টে খেলতে নামতে পারবো।’