পররাষ্ট্রমন্ত্রী-সু চির বৈঠক অনুষ্ঠিত, সমঝোতা স্মারক সইয়ের আশা

0
365

টাইমস ডেস্ক :
রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। নেপিদোতে স্থানীয় সময় সকাল ১০টায় দ্বিপাক্ষিক বিষয়ে প্রায় ঘণ্টা আলোচনা করেন তারা।

বৈঠক শেষে জানানো হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ সময় বেলা দেড়টায় দ্বিপাক্ষিক একটি চুক্তি সই হতে পারে। এরপরই যৌথ সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে চুক্তির নানা দিক। বুধবার দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের দুই দিনব্যাপী বৈঠক শুরু হয়।

মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী কিয়াউ তিন সিউয়ের সঙ্গে বৈঠক শেষে মতভেদ থাকলেও সমঝোতা হওয়ার ব্যাপারে আশাবাদ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। আজ সু চির সাথে বৈঠকের পর চুক্তির নানা দিক নিয়ে মতপার্থক্য দূর হয়েছে বলে জানাচ্ছে মিয়ানমারের গণমাধ্যম।

এদিকে আহত রোহিঙ্গাদের চিকিৎসাকাজে ব্যবহার করতে মিয়ানমারকে একটি অ্যাম্বুলেন্স দিয়েছে বাংলাদেশ। সকালে সু চির সঙ্গে বৈঠক শুরুর আগে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হয়।