পবিত্র লাইলাতুল কদর আজ

0
464

টাইমস ডেস্কঃ
পবিত্র রমজান মাসের শেষ দশকের কোনও একটি বেজোড় রাতই পবিত্র লাইলাতুল কদরের রজনী। হাদিসে নির্দিষ্ট করে বলা হয়নি কোনটি কদরের রাত। বলা হয়েছে শেষ দশকে কদরের রাত অনুসন্ধানের জন্য।

তবে আলেমদের একটি অংশ পবিত্র রমজান মাসের ২৭ তারিখ দিবাগত রাতকেই লাইলাতুল কদরের রজনী বলেছেন। সেই হিসেবে আজ রাতেই লাইলাতুল কদরের রজনী।

পবিত্র কুরআনে বলা হয়েছে এ রজনী ‘হাজার মাসের চেয়েও উত্তম’। পবিত্র লাইলাতুল কদর সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত বরকত ও পুণ্যময় রজনী। পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কুরআন লাইলাতুল কদরে নাযিল হয়। আল্লাহ তা’য়ালা বলেন, ‘আমি কদর রাতে কুরআন নাযিল করেছি’। তাই মুসলিম উম্মাহ’র নিকট শবে কদরের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত অত্যধিক।

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যময় পরিবেশে ধর্মপ্রাণ মুসলমানরা সারাদেশে পবিত্র শবে কদর পালন করবে।

এ উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী প্রদান করেছেন।

এদিকে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার দুপুর ২টায় (বাদ যোহর) বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ‘পবিত্র লাইলাতুল কদরের গুরুত্ব ও তাৎপর্য’ শিরোনামে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।