পদ্মায় ইলিশ ধরার দায়ে রাজবাড়ীতে ২৪ জেলেকে সাজা

0
170

টাইমস ডেস্ক:

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মা নদীতে ইলিশ ধরার দায়ে ২৪ জেলেকে আটকের পর সাজা দেয়া হয়েছে। এ সময় ২০ কেজি মাছ ও ৪৭ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। গতকাল সোমবার ভোরে জেলা মৎস্য বিভাগ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের মধ্যে ছয় জেলেকে এক মাসের কারাদ-, ১১ জেলেকে ২৪ দিন ও পাঁচ জেলেকে ১৬ দিন করে কারাদ- দেয়া হয়েছে। এছাড়াও একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং আরেকজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ১২ জন, গোয়ালন্দের ছয়জন ও কালুখালীর ছয়জন রয়েছেন। সদর উপজেলায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল হুদা, গোয়ালন্দে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম ও কালুখালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে জেলা প্রশাসন, র‌্যাব ও পুলিশের সহযোগিতায় শ্রীপুর চরের মৎস্যজীবীদের অস্থায়ী আস্তানা ভেঙে পুড়িয়ে দেয়া হয়েছে। ইলিশ রক্ষায় নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।