পথশিশুদের মাঝে খুলনা লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

0
278

খবর বিজ্ঞপ্তি:
লায়ন্স ক্লাব অব খুলনা’র আয়োজনে ‘অক্টোবর সার্ভিস উইকÑ২০১৯’ সেবা প্রদানমূলক কর্মসূচির ২ অক্টোবর ২০১৯ ছিল প্রথমদিন। এদিন দরিদ্র পরিবারের প্রায় শতাধিক শিশু ও পথশিশুদের মাঝে দুপুরে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑডিস্ট্রিক ৩১৫-এ গভর্নরের উপদেষ্টা লায়ন শাহ জাহাঙ্গীর আবেদ, জোন চেয়ারপার্সন লায়ন এড. এম এ আওয়াল রাজ, লায়ন্স ক্লাব, খুলনার বোর্ড অব ডিরেক্টর লায়ন ফেরদৌস আলম ফারাজী, লায়ন মনোয়ারা বেগম, সুন্দরবন লায়ন্স ক্লাব, খুলনার বেদৌরা আফরোজ বনি প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খুলনা লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন এড. শামীমা সুলতানা শীলু এবং সেক্রেটারী লায়ন এড. কুদরত-ই-খুদা। ‘অক্টোবর সার্ভিস উইকÑ২০১৯’-এর ধারাবাহিকতায় আগামীকাল দ্বিতীয়দিন ৩ অক্টোবর ’১৯ বৃহস্পতিবার বিকেল ৪টায় কেডিএ এভিনিউস্থ লায়ন চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে ফ্রি ডায়াবেটিস ক্যাম্পের আয়োজন করা হয়েছে। উক্ত ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করা হবে। ‘অক্টোবর সার্ভিস উইকÑ২০১৯’-এর পরবর্তী কর্মসূচির মধ্যে রয়েছেÑচক্ষু ক্যাম্প, রক্তদান ও রক্তের গ্রুপ পরীক্ষা, পেডিয়েট্রিক ক্যান্সার সম্পর্কে সচেতনতা, বৃক্ষরোপণ প্রভৃতি।