পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মুজিবনগর দিবস শুরু

0
434

অনলাইন ডেস্ক
মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর স্মৃতি সৌধে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মুজিবনগর দিবসের কর্মসূচি শুরু হয়েছে। আজ মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে বিউগলের করুণ সুরে জাতীয় পাতাকা উত্তোলন করেন মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনিছুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
এদিকে মুজিবনগর দিবস পালন উপলক্ষে কমপ্লেক্স ও আর্মকাননে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। চারদিকে ব্যানার ফেস্টুন ও তোরণ শোভা পাচ্ছে। আজ সকাল নয়টায় মুজিবনগর স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিমসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বেলা পৌনে এগারটায় মুজিবনগর আর্মকাননে শেখ হাসিনা মঞ্চে মুজিবনগর দিবসের আলোচনা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন।
১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর আর্মকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। সরকার গঠন ও শপথের মধ্য দিয়ে বাংলার মুক্তিকামী মানুষ স্বাধীনতা যুদ্ধে এক নতুন মাত্রা পায়। দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয় অর্জিত হয়।
স্বাধীনতার পর থেকেই ১৭ এপ্রিল মুজিবনগর আর্মকাননে মুজিবনগর দিবস পালিত হয়ে আসছে।