নয়া কোচের যাত্রা শুরু আজ থেকে

0
441
স্টিভ রোডস, কোচ, বাংলাদেশ ক্রিকেট, আরটিভি অনলাইন Steve Rhodes, Bangladesh, Cricket, rtvonline

স্পোর্টস ডেস্ক:
‘স্টিভ রোডস’ একদমই অচেনা এক নাম। যারা কিনা তার কাছ থেকে শিক্ষা নেবেন তাদের অনেকেই নাকি তাকে চেনেন না ঠিকঠাক। উদাহরণ হিসেবে তো চণ্ডিকা হাথুরু সিংহেও আছে।

এই হাথুরুকেই বা ক’জন চিনতেন? অখ্যাত হাথুরু বাংলাদেশে এসেই হয়েছেন বিখ্যাত। যে কিনা এক সময় নিজের দেশের কোচিং স্টাফ থেকেই বরখাস্থ হয়েছিলেন।

তবে হাথুরু সিংহে বাংলাদেশ ক্রিকেটের জন্য যা করেছেন সেটা অনন্য উদাহরণ হয়ে থাকবে অনেক দিন।

বিসিবি সভাপতি তো একদিন মুখ ফসকে বলেই ফেলেছিলেন, যে আসবে সে এখানে এসেই বিশ্ব মানের কোচ হবেন।

পরশু সোমবার রাতে টাইগারদের দায়িত্ব নিতে ঢাকায় পা রাখেন ৫৪ বছর বয়সী সাবেক এই ইংলিশ উইকেট কিপার-ব্যাটসম্যান।

পরের দিন মঙ্গলবার ঘুরে দেখেন মিরপুরের হোম অব গ্রাউন্ড। পরিচিত হন ক্রিকেট সংশ্লিষ্টদের সাথে।

আজ দুপুর থেকে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য প্রস্তুতি পর্বে দলের সাথে থাকবেন তিনি। আছে সংবাদ সম্মেলনও।

২০১৬ সালে রোডস ইংল্যান্ড জাতীয় দলের জাতীয় দলের স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া রোডস বর্তমানে উস্টারশায়ারের পরিচালক (ক্রিকেট) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে ইংলিশ কাউন্টি দলটির কোচ হিসেবেও কাছ করেছেন।

বিসিবির ভাবনায় মূলত ২০১৯ বিশ্বকাপ। কেননা আগামী বিশ্বকাপের আসর বসবে ইংল্যান্ডে। স্টিভ রোডস যেহেতু ইংলিশ কাউন্টির একটি দলের প্রধানের ভূমিকায় আছেন তাই তাকে নিয়েই বিশ্বকাপ পরিকল্পনা সাজাতে সুবিধা হবে বলা যায়।