নড়াইলে মাশরাফির ঈদ উদ্যাপন

0
531

 

ডেস্ক রিপোর্ট, খুলনাটাইমস:
ঈদে সব সময় শিকড়ের টানে নিজ শহর নড়াইলে ছুটে আসেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ব্যস্ততা অনেক। এরপরও পরিবারের সঙ্গে ঈদ নড়াইলেই করেন তিনি। এবারও এর ব্যতিক্রম হয়নি। তবে যাঁকে ঘিরে বাড়িতে আসা, সেই প্রাণের মামা নাহিদুল ইসলামের প্রচণ্ড জ্বর। এ কারণে মন খুব একটা ভালো নেই অধিনায়কের। আজ শনিবার সকালে একটি ইজিবাইকে চড়ে মামা, ছোট ভাই সিজারসহ অন্যদের সঙ্গে নিয়েই হাজির হয়েছিলেন নড়াইল কেন্দ্রীয় ঈদগাহে। প্রচণ্ড ভ্যাপসা গরমের কারণে ছেলে সাহেলকে এবার সঙ্গে আনেননি। মাশরাফির পরনে ছিল সাদা পায়জামা-পাঞ্জাবি। মাথায় ছিল কমলা রঙের নেটের টুপি। পায়ে চামড়ার স্যান্ডেল।

নামাজ শেষে বরাবরের মতো সবার আগ্রহের কেন্দ্রেই ছিলেন মাশরাফি। ক্রিকেট তারকাকে কাছে পেয়ে আনন্দে মেতে উঠেছিলেন ভক্তরা। প্রিয় তারকার সঙ্গে কোলাকুলি আর সেলফি তুলছিলেন তাঁরা। প্রচণ্ড গরমকে উপেক্ষা করে মাশরাফি জনতার সেই ইচ্ছা মিটিয়েছেন ধৈর্যের সঙ্গে। জানালেন, দিনের বাকি অংশটা কাটাবেন প্রিয়জনদের সঙ্গে। ঈদের নামাজে দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করেছেন বলে জানিয়েছেন মাশরাফি।