নড়াইলে একটি খামারে অগ্নিকাণ্ডে ১৪৩ ছাগলের মৃত্যু

0
412

নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের ভাউড়িরচর গ্রামের জামাল হোসেনের ছাগলের খামারে আগুনে ১৪৩টি ছাগলের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) ভোররাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জামাল শেখের ভাই কামাল শেখ জানান, তার ভাইয়ের খামারের সম্প্রতি ছাগলের দুটি বাচ্চা হয়েছে। বাচ্চা দুটিকে শীত থেকে বাঁচানোর জন্য একটি বাল্ব নিচের দিকে নামিয়ে দেওয়া হয়।খামারে ছোটবড় মিলেয়ে ১৪৫টি ছাগল ছিল। এর মধ্যে দুটি ছাগল বেঁচে আছে। বাকি ১৪৩টি ছাগল পুড়ে মারা গেছে। এতে তার ভাইয়ের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ওই এলাকার শিক্ষক গাজী সাজ্জাদুল হক পিকুল জানান,খামারে আগুন লাগার খবরে শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। তবে তার আগেই ছাগলগুলো পুড়ে মারা যায়।

সালামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহম্মেদ বলেন, ‘অগ্নিকান্ডের খবর শুনেছি। ক্ষতিগ্রস্ত খামার মালিককে কোনও ধরণের সহযোগিতা করা যায় কিনা, সে ব্যাপারে চেষ্টা করা হবে।’

আরও পড়ুন: স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা: বাহাদুরের ফের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ