নড়াইলকে হারিয়ে খুলনা চ্যাম্পিয়ন : জেএফএ কাপ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবল

0
552

ক্রীড়া প্রতিবেদক : জাপান ফুটবল এ্যাসোসিয়েশনের সহায়তায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনে উদ্যোগে এবং খুলনা জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় জেএফএ কাপ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবলের খুলনা ভেন্যুতে খুলনা জেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বৃহস্পতিবার নগরীর বয়রাস্থ মেট্রোপলিটন পুলিশ লাইন মাঠে বিকেল ৪টায় অনুষ্ঠিত ফাইনালে তারা ১-০ গোলে হারিয়েছে নড়াইল জেলা দলকে। খুলনার পক্ষে খেলার ৫৫মিনিটের সময় জয়সুচক একমাত্র গোলটি করেন ৮নং জার্সি পরিহিত খেলোয়াড় কুসিয়া।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোর্তুজা রশিদী দারা। খুলনা জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট আলহাজ্ব মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলির পরিচালনায় মাঠে উপস্থিত ছিলেন এসি ফোর্স মো. কামরুল ইসলাম, আরআই রেজাউল হক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধি রেজাউল হক জামাল, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সহসভাপতি মোস্তাকুজ্জামান, কার্যনির্বাহী সদস্য শেখ হেমায়েত উল্লাহ, সামসুদ্দিন আহমেদ স্যাম, রেফারী এহসানুল হক, নৃপেন রায়, মাহবুবুর রহমান, নাজমুল হক, শেখ জাহিদুল ইসলাম, আলাউদ্দিন নাসিম, দাউদ মোল্লা, কামাল রেজা সুজাসহ বিপুল সংখ্যক দর্শক। খেলায় রেফারী ছিলেন মো. সোহাগ উদ্দিন, রিয়াদ আরেফিন, শহিদুল আরিফ ও পূজা রায়। এছাড়া ও রেফারী মোক্তার হোসেন মিঠু, সাইফুল আলম উপস্থিত ছিলেন।
খুলনা দল : আখি মনি, নাছিমা, সোহানা, তামান্না, থুয়মা, শিরিনা, কুসিয়া, নাসরিন, ঝুমা, সিক্তা, শেফালী, জবা, রুমা, পূজা, মরিয়ম লাবনী। কোচ : এজাজ আহমেদ। টিম ম্যানেজার : মো. নুরুল ইসলাম খান কালু।