ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ব্লক মার্কেট লেনদেনের শীর্ষে

0
336

খুলনাটাইমস অর্থনীতি: ঢাকা স্টক একচেঞ্জে গত সপ্তাহে ব্লক মার্কেটে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে শীর্ষে ছিল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মোট ৩৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। দ্বিতীয় স্থানে ব্র্যাক ব্যাংকে ৯ কোটি ৯৬ লাখ টাকার এবং তৃতীয় স্থানে পাঁচ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয় যমুনা ব্যাংকের। এছাড়া ব্যাংক এশিয়ার চার কোটি ৪৩ লাখ টাকার, গ্ল্যাক্স্যোস্মিথক্লাইনের দুই কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকার, ফরচুন শুজের এক কোটি ৫৩ লাখ টাকার, জেনেক্সের ছয় লাখ ৪০ হাজার টাকার, অ্যাডভেন্ট ফার্মার ৯৯ লাখ টাকার, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং জেডের ছয় লাখ টাকার, ন্যাশনাল টিউবসের ১২ লাখ টাকার, ডাচ্-বাংলা ব্যাংকের দুই কোটি এক লাখ টাকার, ফেডারেল ইন্স্যুরেন্সের ২৭ লাখ টাকার, ওরিয়ন ইনফিউশনের তিন কোটি ১৮ লাখ ৯০ হাজার টাকার, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৮৩ লাখ টাকার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৩১ লাখ ৫০ হাজার টাকার, স্যালভো কেমিক্যালসের ১০ লাখ টাকার, সিনোবাংলার ১১ লাখ ৫০ হাজার টাকার, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের পাঁচ কোটি ৪৫ লাখ টাকার, নাভানা সিএনজির দুই কোটি ৯৯ লাখ ৪০ হাজার টাকার, লিগ্যাসি ফুডের ২৯ লাখ টাকার, প্রাইম ব্যাংকের ৬৭ লাখ টাকার, সিমটেক্সের পাঁচ লাখ ৪০ হাজার টাকার, উত্তরা ব্যাংকের তিন কোটি ৩৪ লাখ টাকার, এসকে ট্রিমসের ১১ লাখ ৯০ হাজার টাকার, ভিএফএস থ্রেডের সাত লাখ টাকার, সিঙ্গার বিডির ৫১ লাখ ২০ হাজার টাকার, স্কয়ার ফার্মার এক কোটি ৫৪ লাখ টাকার, ইন্ট্রাকোর পাঁচ লাখ টাকার, ইসলামি ব্যাংকের দুই কোটি ৩৫ লাখ টাকার ও ম্যারিকোর ৬৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।