নৌকার পক্ষে বিজয় ছিনিয়ে আনতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : নবনির্বাচিত মেয়র

0
362

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও নবনির্বাচিত মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, নির্বাচন বিজয় অর্জন করতে হলে সংগঠনকে শক্তিশালী করার কোন বিকল্প নেই। সংগঠন শক্তিশালী ছিলো বলেই বিগত নির্বাচনে বিজয় অর্জন করা সম্ভব হয়েছিলো। তৃণমূলের সংগঠন শক্তিশালী হলে দল কেন্দ্রিয় ভাবে শক্তিশালী থাকে। প্রতিপক্ষ সহ যেকোন দুর্যোগ মোকাবেলায় অনন্য ভূমিকা রাখা সম্ভব হয়। সেকারনেই সংগঠনকে আগে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, প্রতিপক্ষরা ইচ্ছা করেই ঝামেলা করার অপচেষ্টা করবে। তাদের সেই অপচেষ্টাকে প্রতিহত করতে হলে সংগঠনকে ঐক্যবদ্ধ রাখতে হবে। সেকারনেই সকল ভেদাভেদ ভুলে গিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে বিজয় ছিনিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেক ওয়ার্ডে কাজ করতে হবে।
শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সদর থানা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা এ্যাড. আইয়ুব আলী শেখ, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, রনজিত কুমার ঘোষ, শফিকুর রহমান পলাশ, মো. সাহেব আলী, কাউন্সিলর কনিকা সাহা, আব্দুল হাই পলাশ, ফেরদৌস হোসেন লাবু, চ.ম মুজিবর রহমান, গাজী মোশাররফ হোসেন, শেখ মো. ফারুক হোসেন, ফয়েজুল ইসলাম টিটো, আলহাজ্ব শেখ এশারুল হক, মো. শিহাব উদ্দিন, আতাউর রহমান শিকদার রাজু, সাহেবুর রহমান পিটু মোল্লা, মহাসিনুর রহমান আফরোজ, এ্যাড. শামীম মোশাররফ, শাহ মো. জাকিউর রহমান জাকির, সমীর কৃষ্ণ হীরা, এ্যাড. কেএম ইকবাল, বাদল সরদার, আউয়াল হোসেন ছোটন, আকতারুজ্জামান বাবু, অধ্যাপক মেহেদি বিল্লাহ, নজরুল ইসলাম খোকন, শেখ আব্দুল কাদের, আবুল কালাম আজাদ, ইলিয়াছ হোসেন লাবু, মনিরুল ইসলাম সোহাগ, মনিরুল ইসলাম, মাহমুদুর রহমান রাজেশসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি