নেপালে বিমান বিধ্বস্তে নিহত খুলনার অালিফের বাড়িতে শোকের মাতম

0
597

নিজস্ব প্রতিবেদক, খুলনাটাইমস:
নেপালে বিমান বিধ্বস্তে বিএল কলেজের ছাত্র, আইচগাতী ইউনিয়নের আইচগাতী গ্রামের মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মোল্লার পুত্র আলিকুজ্জামান আলিফ নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। পারিবারিক সূত্রে জানাগেছে গত ১২ মার্চ সকালে নেপালে যাওয়ার উদ্দেশ্যে খুব ভোরে বাড়ী থেকে বের হয়ে যশোর বিমান বন্দরে পৌছায়ে সর্বশেষ কথা হয় মায়ের সাথে। তারপর বিকাল ৫ টায় টিভিতে খবর পাওয়া যায় নেপালে বিমান বিধ্বস্তের কথা। ছোট ভাই ইয়াছির আরাফাত জানায় প্রতিদিনের ন্যায় গত ১১ মার্চ সর্বশেষ রাত ১০ টায় মা বাবা ও দুই ভাই একত্রে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে ভাই আলিফ নেপালের উদ্দেশ্যে রওনা দেয়।

আলিফ সরকারী বিএল কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের মাষ্টার্স শেষ বর্ষের ছাত্র এবং বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি। পরীক্ষা চলা অবস্থায় ১০ দিন বন্ধ থাকার সুবাদে পূর্ব পরিকল্পনা মোতাবেক নেপালে একটি মেলায় অংশ গ্রহনের জন্য সে বাড়ী থেকে রওনা দেয়। ৩ ভাইয়ের মধ্যে আলিফ ছিল দ্বিতীয়। বড় ভাই আশিকুর রহমান উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হিসেবে পিরোজপুর জেলায় কর্মরত আছেন। ছোট ভাই ইয়াছির আরাফাত বিবিএ পরীক্ষার্থী। পিতা মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মোল্লা সেনেরবাজার একটি তেলের পাম্পের ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। বিমান বিধ্বস্তের খবর শুনে আলিফের বাড়ীতে শত শত মানুষ সমবেদনা জানাতে যান।