নেপালে ইউএস-বাংলার যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত

0
926

নিজস্ব প্রতিবেদক, খুলনাটাইমস:

নেপালের কাঠমান্ডুতে ঢাকা থেকে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইনসের যাত্রীবাহী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এনিয়ে বিমান ও পর্যটন মন্ত্রী বলেছে, ঘটনা তদন্তে সিভিল এভিয়েশন এর একটি তদন্ত কমিটি করা হয়েছে। ইতোমধ্যে এই কমিটি নেপালে অবস্থান করছে। অপরদিকে স্বজনদের জন্য খোজ নিতে হটলাইন চালু করেছে নেপালের বাংলাদেশ দূতাবাস। এঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ গভীর শোক প্রকাশ করেছেন। অনুরুপ শোক জানিয়েছেন বিরোধী দলীয় নেত্রী, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও বিএনপি চেয়ারপার্সন।

 

 

আজ দুপুরে এই ঘটনায় নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়ে যেতে পারে আশংকা করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, হাসপাতালে নেওয়া হয়েছে অন্তত ২৫ জনকে। ত্রিভুবন এয়ারপোর্ট স্থানীয় সময় ২টা ২০ মিনিটে বিএস-২১১ ফ্লাইটটি অবতরণের মুখে বিধ্বস্ত হয়। এসময় ৭১ আরোহী বিমানটিতে ছিলেন। তাদের মধ্যে ৬৭ যাত্রী ও চারজন ক্রু। আর ৩৬ বাঙালী, ৩৩ নেপালী, ১চীনা ও ১ মালদ্বীপ বাসিন্দা ছিলেন।