নেত্রকোণায় মাদ্রাসা ছাত্র খুন, বিএনপি নেতাসহ আটক ৫

0
329

খুলনাটাইমস: নেত্রকোণায় এক মাদ্রাসা ছাত্র হত্যার ঘটনায় বিএনপির স্থানীয় এক নেতাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে এ হত্যাকা-ে জড়িত সন্দেহভাজন বিএনপির সহ-সভাপতি আবু চানসহ পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ হত্যাকা-ের শিকার কাউসার আহমেদ তুষার (১৯) উপজেলার গুজিরকোণা গ্রামের মৃত আলাল উদ্দিন তালুকদারের ছেলে এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রয়াত জালাল উদ্দিন তালুকদারের ভাতিজা। মধুয়াকোণা আলীয়া মাদ্রাসার দাখিল শ্রেণির ছাত্র কাউসার দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়ায় বসবাস করতেন। তবে ‘রাজনৈতিক কারণে এই হত্যাকা- ঘটেনি’ উল্লেখ করে দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান জানান, গতকাল বুধবার ভোরে দুর্গাপুরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও হত্যার মূল কারণ জানা যায়নি। আটকদের মধ্যে রয়েছেন-দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুটলাস মিয়া, ছাত্রদল নেতা পরশ মিয়া। তবে বাকি দুইজনের পরিচয়ে ‘মোটরসাইকেল চালক’ ছাড়া বিস্তারিত জানায়নি পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, গুজিরকোণা গ্রামের বাড়িতে জন্মদিনের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে দুর্গাপুর পৌর শহরের পুলিশমোড় এলাকায় তার বড় ভাইয়ের গ্যারেজে এসে বসেন কাউসার। এ সময় ‘একাধিক মোটরসাইকেলে করে একদল মুখোশধারী দুর্বৃত্ত’ সেখানে এসে কাউসারের উপর চড়াও হয়। কাউসারকে রামদাসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দ্রুত চলে যায় হামলাকারীরা বলে জানান তারা। আহত কাউসারকে উদ্ধার করে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয় স্থানীয়রা। রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্যে লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িত অন্যান্যের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি।