নেতৃবৃন্দের সুস্থতা কামনায় খুলনা নগর পূজা পরিষদের প্রার্থনা সভা

0
161

খবর বিজ্ঞপ্তি:
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার উদ্যোগে আজ ১৮ আগস্ট বুধবার বিকেল ৫টায় খুলনা আর্য্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ দত্ত, মহানগর পূজা পরিষদের সমাজকল্যাণ সম্পাদক মহাদেব সাহা, গণসংযোগ সম্পাদক বিমল সাহা, মহিলা সম্পাদিকা মিতা বাগচির পুত্র প্রকৌশলী সৌমিক সাহা করোনা, ডেঙ্গু ও অন্যান্য রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ও নিজ বাসভবনে চিকিৎসাধীন আছেন। তাছাড়া খুলনা জেলা, মহানগর ও মহানগর আওতাধীন ৮টি থানার জানা-অজানা অসুস্থ নেতাকর্মী ও তাদের আত্মীয়-স্বজনের দ্রæত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এক প্রার্থনা সভার আয়োজন করা হয়। উক্ত প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুÐু। সংগঠনের কোষাধ্যক্ষ রতন কুমার নাথের সঞ্চালনায় প্রার্থনা সভায় মাঙ্গলিক মন্ত্র পাঠ করেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক সুরেশ চক্রবর্ত্তী। উক্ত প্রার্থনা সভায় অংশগ্রহণ করেনÑবাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর শাখার সহ-সভাপতি এ্যাড. অলোকানন্দা দাস, অধ্যাপক তারক চাঁদ ঢালী, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, সদর থানা পূজা পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, বিশিষ্ট ধর্মানুরাগী, সমাজসেবক ও পূজা পরিষদ সম্পাদকমÐলীর সদস্য বাবলু বিশ্বাস, শঙ্কর কর্মকার, গৌরাঙ্গ সাহা, তাপস কুমার সাহা, সুশান্ত ব্যানার্জী, বিশিষ্ট সাংবাদিক প্রবীর বিশ্বাস, স্বপন কুমার মÐল, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ খুলনার সভাপতি ও মহানগর পূজা পরিষদের কার্যনির্বাহী সদস্য সুজিত কুমার মজুমদার, তীর্থালোক সংঘ, খুলনার সাধারণ সম্পাদক স্বপন চক্রবর্ত্তী, শ্রীগুরু সংঘ খুলনার সভাপতি সত্যপ্রিয় সোম বলাই, জগন্নাথ সেবা সংঘের প্রধান উপদেষ্টা পঙ্কজ দত্ত, হরিজন ঐক্য পরিষদ খুলনা মহানগর সাধারণ সম্পাদক সুশীল দাস, মহানগর পূজা পরিষদের সম্পাদকমÐলীর সদস্য সুব্রত হালদার তপা, উজ্জল ব্যানার্জী, ভবেশ সাহা, উজ্জল রায়, মাণিক শীল, অলোক দে, শুভাগত দত্ত শুভ, রবিন দাস, রাজকুমার শীল, সজল দাস, মিঠুন বিশ্বাস, বিদ্যুৎ নন্দী, গৌতম মজুমদার, নিলয় সাহা, নীলকান্ত ঘোষ, লিটন চক্রবর্ত্তী, কৃষ্ণ হেলা, কার্তিক রাম, ধ্রæব মÐল, অশোক দাস প্রমুখ।