নেইমারের চোট পিএসজির হোঁচট

0
549

অনলাইন ডেস্ক : আবারও ইনজুরিতে নেইমার। চোট কাটিয়ে বিশ্বকাপে ফেরার পর কিছুদিন আগে ক্যামেরুনের বিপক্ষে পড়েন চোটে। বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার আবারও ফ্রেঞ্চ লিগ ওয়ানে পড়েছেন কুঁচকির ইনজুরিতে। তাঁর চোট পাওয়ার রাতে মৌসুমে প্রথম হোঁচট পিএসজির। লিগ ওয়ানে থেমেছে টানা ১৪ জয়ের গাড়ি। বোর্দোর সঙ্গে বর্তমান চ্যাম্পিয়নরা ড্র করেছে ২-২ গোলে। একই রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটের গোলে এভারটনকে হারিয়েছে লিভারপুল। এই জয়ে শীর্ষে থাকা ম্যানসিটির চেয়ে তারা পিছিয়ে ২ পয়েন্টে। ইতালিয়ান সিরি ‘এ’তে পারমাকে ২-১ গোলে হারিয়ে সেরা চারে উঠে এসেছে ঐতিহ্যবাহী এসি মিলান। তাদের পড়শি ইন্টার অবশ্য দুইবার এগিয়েও ২-২ গোলে ড্র করে এএস রোমার বিপক্ষে।

বোর্দোর মাঠে ৩১ মিনিটে দানি আলভেসের বাড়ানো পাসে গোল করেন নেইমার। এই মৌসুমে লিগে নেইমারের ১১তম গোল এটা। বিরতির কিছুক্ষণ আগে আনহেল দি মারিয়ার শট ফেরে পোস্টে লেগে। ৫৩ মিনিটে সমতা ফেরান জিমি ব্রিয়া। এর কিছুক্ষণ পরই খুঁড়িয়ে মাঠ ছাড়েন নেইমার। ৬৬ মিনিটে ইউলিয়ান ড্রাক্সলারের ক্রসে নেওয়া জোরালো শটে পিএসজির হয়ে এই মৌসুমে ১২তম গোল করেন কিলিয়ান এমবাপ্পে। তবে ৮৪ মিনিটে আন্দ্রেয়াস কার্নিলিউসের গোলে ২-২ সমতায় মাঠ ছাড়ে দুই দল। ম্যাচ শেষে নেইমারের চোট নিয়ে অবশ্য উদ্বিগ্ন মনে হয়নি কোচ টমাস টাসেলকে, ‘ক্যামেরুনের বিপক্ষে নেইমারের চোটের মতোই মনে হচ্ছে এটা। আশা করছি বুধবার স্ট্রাসবুর্গের বিপক্ষে পাব ওকে।’ পিএসজি অধিনায়ক থিয়াগো সিলভা নিশ্চিত নন নেইমারের চোট কতটা গুরুতর, ‘নেইমার কোনো ম্যাচ মিস করতে চায় না। মেডিক্যাল রিপোর্ট হাতে পেলেই বোঝা যাবে ওর চোটের ধরনটা।’

প্রিমিয়ার লিগে ‘মার্সিসাইড ডার্বি’তে টানা ১৮ ম্যাচ এভারটন হারাতে পারল না লিভারপুলকে। গত পরশু অ্যানফিল্ডে লিভারপুল দাপটে খেললেও পাচ্ছিল না গোলের দেখা। ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে দিভক ওরিগির হেড জালে জড়ালে রুদ্ধশ্বাস জয়ে মাঠ ছাড়ে অলরেডরা। ৮৮ মিনিট তাঁরই একটি শট ফিরেছিল পোস্টে লেগে। অন্য ম্যাচে চেলসি ২-০ গোলে হারিয়েছে ফুলহামকে আর আর্সেনাল ৪-২ গোলে হারায় টটেনহামকে। সমান ১৪ ম্যাচ শেষে ম্যানসিটির পয়েন্ট ৩৮, লিভারপুলের ৩৬, চেলসির ৩১, আর্সেনাল ও টটেনহামের ৩০।

ইতালিয়ান সিরি ‘এ’তে ৩৭ মিনিটে ইন্টারের কেইতে বালদের গোল ৫১ মিনিটে ফেরান কেনগিস উনদেস। ৬৬ মিনিটে মাউরো ইকার্দি ইন্টারকে এগিয়ে নেন আবারও। ম্যাচ শেষে ১৬ মিনিট আগে পাওয়া পেনাল্টি কাজে লাগিয়ে ২-২ সমতায় ম্যাচ শেষ করেন রোমার আলেকজান্দা কোলারভ। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ইন্টার এখন তিন নম্বরে। সমান ম্যাচে ২৫ পয়েন্ট পাওয়া এসি মিলান রয়েছে চারে। গত পরশু ২-১ গোলে তারা হারিয়েছে পারমাকে।