নেইমারকে পেতে ৪০০ মিলিয়ন ইউরো দিতে রাজি ম্যানচেস্টার

0
310

স্পোর্টস ডেস্ক
রেকর্ড দামে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়ে এখনও এক মৌসুম পার করেননি। ইতোমধ্যে তাকে নিজ নিজ দলে ভেড়াতে উঠে পড়ে লেগেছে বিশ্বের বিখ্যাত ক্লাবগুলো। এর কারণ বার্সা থেকে গিয়ে ফ্রান্সের ক্লাবটির সঙ্গে মানাতে পারছেন না নেইমার।
ক্লাব ফুটবলে একের পর রেকর্ডের জন্ম দিয়ে বিশ্বখ্যাত ফুটবলাররা দল বদল করছেন। সাম্প্রতিক সময়ে ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে, একদিকে কাড়ি কাড়ি অর্থ অন্যদিকে দল বদলে রেকর্ড এই দুইয়ের বিবেচনায় ফুটবলাররা অনেক সময় বিশ্বসেরা ক্লাবগুলো ছেড়ে তুলনামূলক খর্ব শক্তির ক্লাবে পাড়ি জমায়।
ডন ব্যালনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রীষ্মে পিএসজি ছেড়ে বিশ্বের সবচেয়ে দামি ক্লাব ম্যানচেস্টার উইনাইটেডে যোগ দিচ্ছেন নেইমার।
এদিকে নেইমারকে দলে নিতে মরিয়া স্পানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদও। গুঞ্জন উঠেছে পিএসজির সাথে নেইমারের সম্পর্কের টানাপোড়েন চলছে। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন পিএসজি কোচ উনাই এমরি।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ওল্ড ট্র্যাফোর্ডের দলটি নেইমারকে পেতে ৪০০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি আছি। এখন প্রশ্ন হচ্ছে ধনকুবের অল রেডদের সাথে অর্থের ঝনঝনানিতে টিকবে তো রিয়াল?
সব কিছু ঠিক থাকলে গ্রীষ্মেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের নতুন ঠিকানা হবে ম্যানইউতে। তাহলে নিজের করা রেকর্ডেই নতুন করে বসবে নেইমারের নাম।