নির্বাচিত হলে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি সহনশীল পর্যায়ে রাখা হবে : আ’লীগের কেসিসি মেয়র প্রার্থী খালেক

0
591

বিজ্ঞপ্তি : খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় জেলা নির্বাচন অফিসার। এসময়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় নির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা কাজি আমিনুল হক, শেখ হায়দার আলী, কাজী এনায়েত হোসেন, মল্লিক আবিদ হোসেন কবির, বঙ্গবন্ধুর ভ্রাতষ্পুত্র শেখ সোহেল, আওয়ামী লীগ নেতা মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, এ্যাড. মো. সাইফুল ইসলাম, এ কে এম সানাউল্লাহ নান্নু, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, মনিরুল ইসলাম বাশার, তসলিম আহমেদ আশা, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু, মুন্সি নাহিদুজ্জামান, এস এম হাফিজুর রহমান, শফিকুর রহমান পলাশ, শেখ শাহজালাল হোসেন সুজনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময়ে মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক নগরবাসীর উদ্দেশ্যে বলেন, খুলনার উন্নয়নের স্বার্থে শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি নির্বাচিত হলে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি নগরবাসির নাগালের ভিতরে রাখার চেষ্টা করবো। এছাড়া নগরীর আইন শৃংখলা রক্ষা সহ তিলোত্তমা নগরীতে পরিণত করতে নগরবাসিকে সাথে নিয়ে সব ধরনের কাজ করা হবে। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। এর আগে তিনি খুলনা প্রেসক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে মাল্যদান কওে মনোনয়ন পত্র জমা দেন।