নির্বাচন ক‌মিশন সরকা‌রের অাজ্ঞাবহ নয় : সিই‌সি

0
323
নিজস্ব প্রতিবেদক, খুলনাটাইমস:
নির্বাচন ক‌মিশন সরকা‌রের অাজ্ঞাবহ নয়, এবং ক‌মিশ‌নের ওপ‌রে কোন চাপ নেই ব‌লে জা‌নি‌য়ে‌ছেন সিই‌সি। র‌বিবার বি‌কে‌লে খুলনা জেলা ও উপ‌জেলা পর্যা‌য়ের কমর্কর্তা‌দের সা‌থে মত‌বি‌নিময় সভার অা‌গে সাংবা‌দিক‌দের প্র‌শ্নের জবাব‌ে এ কথা ব‌লেন প্রধান নির্বাচন ক‌মিশনার কেএম নুরুল হুদা।
তি‌নি ব‌লেন, সকল দল অাগামী জাতীয় সংসদ নির্বাচ‌নে যা‌তে অংশ গ্রহন ক‌রে সে মোতা‌বেক নির্বাচন ক‌মিশন কাজ কর‌ছে। নির্বাচ‌নে সেনা মোতা‌য়ে‌নের দা‌বির বিষ‌য়ে তি‌নি ব‌লেন, সেটা সময় বু‌ঝে ব্যবস্থা নেয় হ‌বে।
এরপর তি‌নি খুলনা বিভাগীয় অাঞ্চ‌লিক নির্বাচন কার্যাল‌য়ের সভা ক‌ক্ষে মত‌বি‌নিময় সভায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন। বাংলা‌দেশ নির্বাচন ক‌মিশ‌নের যুগ্ম স‌চিব মোস্তফা ফারুক সভায় সভাপ‌তিত্ব ক‌রেন। এসময় খুলনা জেলা ও উপ‌জেলা পর্যা‌য়ের কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন। ত‌বে মত‌বি‌নিময় সভায় কি বিষ‌য়ে অা‌লোচনা হ‌য়ে‌ছে তা গনমাধ্য‌মে জানা‌তে চান‌নি কর্মকর্তারা। ত‌বে অাগামী সি‌টি ও জাতীয় নির্বাচ‌নে ক‌মিশ‌নের করনীয় বি‌ভিন্ন বিষ‌য়ে অা‌লোচনা হ‌য়ে‌ছে ব‌লে তা‌দের ম‌ধ্যে কেউ কেউ জানান।