নিরালা স্কুল কোয়াটার ফাইনালে অনুর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশীপ

0
480

ক্রীড়া প্রতিবেদক:
খুলনা জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের আয়োজনে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় ক্লিয়ার মেন বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল নিশ্চিত করেছে নিরালা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। বৃহস্পতিবার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত দিনের শেষ ম্যাচে তারা ২-০ গোলে হারিয়েছে রোটারী স্কুলকে। দলের পক্ষে ২টি গোল করেন আসাদুল ও রফিকুল। এছাড়াও কোয়াটার ফাইনাল নিশ্চিত করেছে খুলনা জিলা স্কুল, বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, স্যাটেলাইট টাউন মাধ্যমিক বিদ্যালয়, রূপসা বহুমুখি উচ্চ বিদ্যালয়, খুলনা পাবলিক স্কুল এন্ড কলেজ, নৈহাটী মাধ্যমিক বিদ্যালয় ও বাগেরহাট বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়।
দিনের প্রথম খেলায় খুলনা জিলা স্কুল ১-০ গোলে হারিয়েছে পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়কে। দলের পক্ষে জয়সুচক একমাত্র গোলটি করেন তমাল রাহা। দ্বিতীয় খেলায় বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে হারিয়েছে খুলনা শিশু মাধ্যমিক বিদ্যালয়কে। দলের পক্ষে ২টি গোল করেন মিলন এবং জাকারিয়া ১টি গোল করেন। তৃতীয় খেলায় বাগেরহাট আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপস্থিত না হওয়ায় স্যাটেলাইট টাউন মাধ্যমিক বিদ্যালয় ওয়াকওভার পায়। চতুর্থ খেলায় রূপসা বহুমুখি উচ্চ বিদ্যালয় ১-০ গোলে হারিয়েছে খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজকে। দলের পক্ষে জয়সুচক একমাত্র গোলটি করেন মেহেদি। পঞ্চম খেলায় খুলনা পাবলিক স্কুল এন্ড কলেজ ১-০ গোলে হারিয়েছে খুলনা শিপউয়ার্ড স্কুল এন্ড কলেজকে। দলের পক্ষে জয়সুচক একমাত্র গোলটি করেন সোহান। ৬ষ্ঠ ম্যাচে নৈহাটী মাধ্যমিক বিদ্যালয় টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে বয়রা মাধ্যমিক বিদ্যালয়কে। নির্ধারীত সময়ে খেলাটি গোলশুণ্যে অমিমাংসীভাবে শেষ হয়। টাইব্রেকার থেকে নৈহাটীর সানজিদ, সাকিব, তানভির ও আবুল হোসেন এবং বয়রার রাব্বি, সাকিল ও রফিকুল গোল করেন। ৭ম খেলায় বাগেরহাট বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়েছে বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়কে। নির্ধারীত সময়ে খেলাটি গোলশুণ্যে অমিমাংসীভাবে শেষ হয়। টাইব্রেকার থেকে বাগেরহাটের মাহমুদ, শিমুল, রাসেল, সুজন ও সাকিব এবং বঙ্গবাসীর হিমেল, রাকিবুল, ডালিম ও ইয়াসিন গোল করেন। শুক্রবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে অংশ নেবে দলগুলো।