নিউ ইয়র্কের গভর্নরের পদত্যাগ চাইলেন বাইডেন

0
143

খুলনা টাইমস বিদেশ : একাধিক নারীকে যৌন হয়রানির অভিযোগ নিয়ে তদন্তে প্রমাণ পাওয়ার পর নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমোর পদত্যাগ চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির প্রমাণের ঘোষণা দেয়ার পর কুমোর পদত্যাগের চাইলেন বাইডেন। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, অঙ্গরাজ্যের আইন অনুসারে তাকে অভিশংসনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অঙ্গরাজ্যের বেশ কয়েকজন ডেমোক্র্যাটসহ বেশ কয়েকজন আইনপ্রণেতা গভর্নরের পদত্যাগ দাবি করেছেন। গত বছর গভর্নরের বিরুদ্ধে একাধিক নারী যৌন হয়রানির অভিযোগ করে। তদন্তকারীরা প্রায় পাঁচ মাস ধরে প্রায় দুইশজনের জবানবন্দি গ্রহণ করেন। এদের মধ্যে কয়েকজন গভর্নরের সহকর্মীও ছিলেন। তবে যৌন হয়রানির এসব অভিযোগ অস্বীকার করেছেন নিউইয়র্কের গভর্নর।