নিউইয়র্কের করোনাকালীন ‘মিসিং দ্যা বিট’ শিরোনামে খুলনায় আলোকচিত্র প্রর্দশনী

0
279

খবর বিজ্ঞপ্তি:
MISSING THE BEAT শিরোনামে ফিল্ম সোসাইটি খুলনার উদ্যোগে শনিবার (২৮ নভেম্বর) আলোকচিত্র প্রর্দশনীর শুভ উদ্বোধন হয়; যা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। এই প্রদর্শনী খুলনা মহানগরীর রূপসা মোড়, নতুন বাজার মোড়, কয়লা ঘাট মন্দির/কর্মাস কলেজ হোস্টেল, সাউথ সেন্ট্রাল রোড, আহসান আহম্মেদ রোড, করোনেশন হাই স্কুলের দেয়াল, সেন্ট জোসেফস হাই স্কুলের দেয়াল, জেলা স্কুলের দেয়াল, ডি.সি. অফিসের দেয়াল, ধর্মসভা মন্দিরের দেয়াল, নিরালার মোড়, সামসুর রহমান রোড, জোহরা খাতুন স্কুলের দেয়াল, বাংলাদেশ ব্যাংকের মোড়, হোটেল রয়্যালের মোড়, পি টি আই মোড়, খুলনা পলিটেকনিক ইনিস্টিটিউটের দেয়াল, শিববাড়ী মোড় প্রভৃতি স্থানে অনুষ্ঠিত হচ্ছে। এই প্রর্দশনীতে আমেরিকার নিউইয়র্কের করোনাকালীন সময়ের চিত্র তুলে ধরা হয়েছে। এই বহিঃপ্রর্দশনী করোনাকালীন সময়ের নিরাপদ সামাজিক দূরত্ব মেনে চলার নীতি অনুসরণ করে আয়োজিত হচ্ছে। সেই সাথে পথচারী তথা বৃহত্তর জনগোষ্ঠীর সাথে আলোকচিত্র শিল্পের সংযোগ বৃদ্ধি এই আয়োজনের প্রধান উদ্দেশ্য। এই আলোক চিত্র আমেরিকার নিউইয়র্ক থেকে সরাসরি প্রেরণ করেছে বাংলাদেশ ব্যাংক, খুলনা’র যুগ্ম পরিচালক (অবঃ) ও উদীচীর কেন্দ্রীয় সাবেক সদস্য মোজাম্মেল হক এবং নারী নেত্রী রস্ ুআক্তারের একমাত্র পুত্র হৃদয় অনির্বাণ। এ প্রদর্শনীর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সালেহ মোহাম্মদ শহীদুল্লাহ, মুনীর চৌধুরী সোহেল, সাহেদ শুভ, আল আমিন শেখ, রোমেল রহমান, ফিরোজ আহমেদ, অসীম বিশ্বাস, জাফর ইকবাল প্রমুখ। এছাড়া আগামী ১লা ডিসেম্বর শুক্রবার থেকে ৪ঠা ডিসেম্বর ২০২০ পর্যন্ত LIFE ENDURING-DURING A PANDEMIC শিরোনামে খুলনার পি টি আই মোড়, হোটেল রয়্যালের মোড়, শিববাড়ী মোড়ে প্রর্দশন হবে।