নারী নির্যাতন প্রতিরোধ দিবসে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান

0
206

খবর বিজ্ঞপ্তি:
নারী নির্যাতন প্রতিরোধ দিবস (ইয়াসমিন হত্যা দিবস) উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, খুলনা জেলা শাখা আয়োজিত মনববন্ধনে নেতৃবৃন্দ সারা দেশে অব্যাহতভাবে চলা নারী ও শিশু নির্যাতন, হত্যা, ধর্ষণের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহŸান জানান। সোমবার বিকেল ৫টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা জেলা শাখার আহŸায়ক নারীনেত্রী কোহিনুর আক্তার কণা। বক্তব্য রাখেনÑবাংলাদেশের সমাজতান্ত্রিক দলÑবাসদ, খুলনা জেলা সমন্বয়ক কমরেড জনার্দন দত্ত নাণ্টু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, খুলনা জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, খুলনা জেলা সদস্য জোবেদা আক্তার, পারভীন আক্তার, মাহিলা আক্তার আনিকা, জেসমিন খাতুন, সঙ্গীতা মÐল, তামান্না, রিক্তা, ইরানী, বাসদ-খুলনা মহানগর নেতা কামরুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, খুলনা জেলা সভাপতি সনজিত মÐল প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, সারা দেশে নারী ও শিশু নির্যাতন দিন দিন বাড়ছে। ১৯৯৪ সালের ২৪ আগস্ট দিনাজপুরে পুলিশ কর্তৃক গার্মেন্টস কর্মী ইয়াসমিন ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে গড়ে ওঠা গণ-আন্দোলনে ৭ জন আত্মদান করেছিলেন। সারা দেশে গড়ে ওঠা আন্দোলনের প্রেক্ষিতে সরকার দায়ী পুলিশ সদস্যদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে বাধ্য হয়েছিল। বিচারে ৪ জন পুলিশ সদস্যের ফাঁসি হয়। আজ আবার সেই ধরনের সময় এসেছে। নারী-শিশু নির্যাতনের ঘটনার মামলাগুলোর ৯০ শতাংশের বিচার শেষ হয় না। দোষীরা বুক চিতিয়ে জনসমক্ষে ঘুরে বেড়ায়। বিচারহীনতার ফলে এ ধরনের ঘটনা দিন দিন বাড়ছে। এছাড়া টিভি-সিনেমা-বিজ্ঞাপনে নারীকে পণ্যরূপে উপস্থাপন এবং মৌলবাদী ফতোয়া দিয়ে নারী নির্যাতন চলছে। নেতৃবৃন্দ আরো বলেন, সম্পত্তিতে নারী-পুরুষের সমান অধিকারসহ ইউনিফরম, সিভিল কোর্ট বাস্তবায়ন করার দাবী সরকার এখনও মেনে নেয়নি। আজ তাই প্রয়োজন দেশের সকল সচেতন মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা।