নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু

0
160

টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ কিশোর সাব্বিরের (১৫) মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। মৃত সাব্বির এর আগে এ ঘটনায় মারা যাওয়া বিশালের শ্যালক। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আহত আরও দুজন এখনও হাসপাতালে ভর্তি। এর আগে ওই দুর্ঘটনায় আহত ১৮ মাসের শিশু মিনহাজ গত শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আগেরদিন (বৃহস্পতিবার) দুপুর সোয়া ১টার দিকে মাহফুজুল (১২) নামে দগ্ধ এক শিশুর মৃত্যু হয়। বুধবার দিবাগত রাতে মারা যান মোহাম্মদ বিশাল নামে আরেক ব্যক্তি। গত সোমবার (৮ মার্চ) রাত পৌনে ১২টার দিকে ফতুল্লার মাসদাইর এলাকার একটি ভবনের ছয়তলার বাসিন্দারা কয়েল জ¦ালান। এর কিছুক্ষণ পরই পুরো ঘরে আগুন লেগে পরিবারটির ছয়জন দগ্ধ হন। সে সময় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়।