নাটোরে অগ্নিকা-ন্ডের বৃদ্ধার মৃত্যু

0
163

টাইমস ডেস্ক:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার তালশো গ্রামে অগ্নিকা-ে রঞ্জিতা বেওয়া (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় বৃদ্ধার বসতঘরটিও পুড়ে গেছে। গতকাল বুধবার সকালে ওই বৃদ্ধার লাশটি উদ্ধার করা হয়। ওই বৃদ্ধার মৃত্যুকে ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ওই বৃদ্ধার বসতঘরে অগ্নিকা- ঘটে। নিহত রঞ্জিতা ওই গ্রামের মৃত আজিজুল ইসলাম মুন্সীর স্ত্রী। বড়াইগ্রামের নগর ইউনিয়নের ওয়ার্ড সদস্য (মেম্বর) মো. আবু সাঈদ জানান, গত মঙ্গলবার রাতের খাবার খেয়ে রঞ্চিতা ও তার নাতি রমজান আলী (১৩) ওই ঘরে ঘুমিয়ে পড়েন। রাত তিনটার দিকে ঘরে রহস্যজনকভাবে আগুন লাগে। এ সময় বিষয়টি বুঝতে পেরে নাতি রমজান দাদিকে নিয়ে ঘর থেকে বাইরে এসে চিৎকার শুরু করেন। পরে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। এ সময় সবার অগোচরে রঞ্চিতা পুনরায় তার গচ্ছিত টাকা ও ব্যবহার্য সামগ্রী আনতে ওই ঘরের ভেতরে প্রবেশ করেন। পরে আগুন নেভানোর পর সবাই ঘরের ভেতর বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ গতকাল বুধবার সকালে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে। বড়াইগ্রাম থানার ওসি মো. আনোয়ারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ওই বাড়িতে আগেও অগ্নিকা- ঘটেছিলো। যা নিয়ে বিতর্ক রয়েছে। প্রায় ২০ থেকে ২৫ দিন আগেও প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ওই বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠে। পরে তারা বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে নেন। বিষয়টি সন্দেহজনক বলে মনে হচ্ছে। তাই নিহত নারী লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওই কর্মকর্তা।