নাজমুল হুদাকে আত্মসমর্পণের নির্দেশ

0
305

টাইমস ডেস্ক :
দুর্নীতির মামলায় হাইকোর্টের দেয়া ৪ বছরের শাস্তির বিরুদ্ধে হলফনামা চেয়ে নাজমুল হুদার করা আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছে আপিল বিভাগ। রবিবার সকালে অস্থায়ী প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞাসহ পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেয়।

দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান জানান, আপিল বিভাগের এ আদেশের ফলে নাজমুল হুদাকে হাইকোর্টের রায় পাওয়ার ৪৫ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে। এর আগে এ মামলায় গত ৮ নভেম্বর নাজমুল হুদাকে বিচারিক আদালতের দেয়া ৭ বছরের সাজা কমিয়ে ৪ বছরের কারাদন্ড দেন হাইকোর্ট।

এ ছাড়া আদালত নাজমুল হুদাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। ঘুষ নেয়ার অভিযোগে ২০০৭ সালের ২১ মার্চ দুদক নাজমুল হুদা দম্পতির বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করে।