নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) পালন

0
413

খুলনা টাইমস ডেস্কঃ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়। এ উপলক্ষে মানবতার মুক্তির দূত, আলোর দিশারী মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনাদর্শ নিয়ে এক আলোচনা সভা ও দু’আ মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন মহানবী (সাঃ) সব ধরণের কুসংস্কার, গোড়ামি, অন্যায়, অবিচার ও দাসত্বের শৃংখল ভেঙে মানবসত্তার চিরমুক্তির বার্তা বহন করে এনেছিলেন। মহানবী (সাঃ) এর জীবনার্দশ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যানে ব্রতী হওয়ার আহ্বান জানান। বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. তারাপদ ভৌমিক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়ল। আলোচনা সভা শেষে দু’আ মাহফিল পরিচালনা করেন সবুজবাগ জামে মসজিদ কমপ্লেক্স এর পেশ ইমাম মাওলানা মোহাম্মদ সোলায়মান হোসেন নোমানি। দু’আ মাহফিলে বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীসহ মুসলিম উম্মাহ এবং দেশ ও জাতির জন্য কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। দু’আ শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়। অনুষ্ঠান আয়োজনে ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সিনিয়র প্রভাষক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব এস.কে মারুফুর রহমান, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মাসুম শাহরিয়ার এবং কাউন্সেলর জনাব মোঃ মাহবাবুর হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র কাজী সাইদ ইকবাল চয়ন এবং কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী তাসনিম হোসেন প্রাপ্তি।