নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠান

0
452

বিজ্ঞপ্তিঃ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইংলিশ ল্যাংগুয়েজ এ্যান্ড লিটারেচার (ইএলএল) বিভাগ দিনব্যাপী এক মনোজ্ঞ ও আড়ম্বরপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ইংলিশ ল্যাংগুয়েজ এ্যান্ড লিটারেচার বিভাগের প্রধান কামরুন্নাহার শিলার সভাপতিত্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের মাননীয় চেয়ারম্যান ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. তারাপদ ভৌমিক, ট্রেজারার জনাব ফকির আবু হোসেন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর এ বি এম রশীদুজ্জামান, রেজিস্ট্রার মোঃ শহীদুল ইসলাম ও প্রক্টর শেখ মাহরুফুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রধানগনসহ শিক্ষকমন্ডলী ও সংশি−ষ্ট বিভাগের শিক্ষার্থীবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সুস্থ্য সংস্কৃতিচর্চা মানুষকে উদারতা শেখায়, সবার সঙ্গে মিশতে শেখায়, সৃজনশীলতা তৈরি করে শিক্ষার্থীদের আনন্দে মাতিয়ে রাখে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার মতো কাজে তাদেরকে উজ্জীবিত করে। শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনার পাশাপাশি সংস্কৃতি চর্চা ও খেলাধুলার উপর গুরুত্বারোপ করতে হবে। ছাত্র-ছাত্রীরা যাতে এ বিশেষ ক্ষেত্রে মেধার বিকাশ ঘটাতে পারে তিনি তার সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন। দ্বিতীয় পর্বে ইএলএল বিভাগের সকল বর্ষের সংস্কৃতিমনা ছাত্র-ছাত্রীবৃন্দ দিনভর সঙ্গীত, কৌতুক, মূক অভিনয়, নৃত্য, আবৃতি, নাটিকা ইত্যাদি পরিবেশন করে। সার্বিক দিক থেকে সমগ্র অনুষ্ঠানটি আরও উপভোগ্য করতে সঙ্গীত পরিবেশন করেন ইএলএল বিভাগের প্রভাষক সবুজ কুমার হালদার অর্ঘ্য। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় ছিলেন সংশি−ষ্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।