নরম্যান হান্টারের পর এবার কেনি ডালগ্লিশ

0
230

খুলনাটাইমস স্পোর্টস: লিডস ইউনাইটেডের কিংবদন্তি ফুটবলার নরম্যান হান্টার করোনাভাইরাস আক্রান্ত- খবরটা ৭ ঘণ্টার মতো পুরোনো হতে না হতেই জানা গেল লিভারপুল কিংবদন্তি কেনি ডালগ্লিশ করোনা ‘পজিটিভ’। ৬৯ বছর বয়সী ডালগ্লিশ বুধবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন অন্য জীবানু সংক্রমণজনিত অসুস্থতায়। অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন নিতে হচ্ছিল তাকে। তখনই রুটিনমাফিক কোভিড-১৯ পরীক্ষা হয় তার এবং অপ্রত্যাশিতভাবে ধরা পড়ে যে তিনি পজিটিভ। অথচ ডালগ্লিশের শরীরের করোনার কোনও লক্ষণ ছিল না। শুক্রবার ডালগ্লিশের পরিবার জানায়, করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হওয়ায় তাকে হাসপাতালেই চিকিৎসা নিতে হচ্ছে। সেল্টিকের হয়ে চারটি লিগ শিরোপা জেতার পরে স্কটিশ ফরোয়ার্ড ডালগ্লিশ ১৯৭৭ সালে যোগ দেন লিভারপুলে। অলরেডস শিবিরে যোগ দিয়ে বনে যান কিংবদন্তি। খেলোয়াড় ও ম্যানেজার হিসেবে লিভারপুলকে ৮ বার লিগ শিরোপা জিতিয়েছেন, জিতিয়েছেন ৩টি ইউরোপিয়ান কাপ। ম্যানেজার হিসেবে ১৯৯৫ সালে ব্ল্যাকবার্ন রোভার্সকে জিতিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ। এর আগে লিডস ইউনাইটেডের সাবেক তারকা নরম্যান হান্টারেরও করোনা সংক্রমণ শনাক্ত হয়। হান্টার আলফ রামজের ১৯৬৬ বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের সদস্য ছিলেন, যদিও একটি ম্যাচও তার খেলা হয়নি। ইংল্যান্ডের হয়ে খেলেছেন ২৮ ম্যাচ। তবে হান্টারকে ইংল্যান্ড দলের হয়ে সেভাবে বিচার করলে চলে না। তিনি আসলে লিডস ইউনাইটেডের কিংবদন্তি, ক্লাবটিতে ১৫ বছরের ক্যারিয়ারে খেলেছেন ৭২৬ ম্যাচ। এই ক্লাবের হয়ে দু’বার লিগ শিরোপা জিতেছেন, দলকে একবার নিয়ে যান ইউরোপিয়ান কাপের ফাইনালে। স্যার জ্যাক চার্লটনের পাশে খেলতেন সেন্টার ব্যাক হিসেবে, ট্যাকলার হিসেবে আতঙ্ক ছিলেন প্রতিপক্ষের কাছে। ক্লাব সমর্থকেরা তার নাম দিয়েছিল, ‘নরম্যান বাইটস ইয়ের লেগস’। মাঠের লড়াকু নরম্যান ৭৬ বছর বয়সে এখন ইংল্যান্ডের এক হাসপাতালে লড়ছেন করোনার বিরুদ্ধে। তার রোগমুক্তি কামনায় সঙ্গে সঙ্গেই বিবৃতি দিয়েছে লিডস ইউনাইটেড, ‘লড়াই চালিয়ে যাও নরম্যান, আমরা সবাই তোমার সঙ্গে আছি।’