নবাবগঞ্জ উপজেলায় সোনালী ফসল আমন ধান কাঠার ধুম

0
1468

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম এ সাজেদুল ইসলাম (সাগর):
নবান্নের উৎসবের মধ্য দিয়ে দিনাজপুরের নবাবগঞ্জ, উপজেলায় সোনালী ফসল আমন ধান কাঠার ধুম পড়েছে। মাঠের পর মাঠ সন্তোষজনক লক্ষমাত্রা অর্জিত হয়েছে। নুতন ধান কেটে পিটা পায়েস বানিয়ে নতুন আত্তীয় স্বজন গ্রাম গঞ্জে উৎসাহ সহ এ উৎসব পালনে মেতে উঠেছে। গত বছরের তুলনায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বিভিন্ন প্রজাতির আমন ধান মাঠে সোনালী রঙে বাতাসে দোল খাচ্ছে। ক্ষুদ্র প্রান্তিক শ্রেনির কৃষকেরা ধান কর্তনে কৃষি শ্রমিক নিয়ে মাঠে নেমে পড়েছেন। নবাবগঞ্জ উপজেলার ১নং জয়পুর ইউনিয়নে শালঘরিয়া মঞ্জুপাড়া, গরিবপাড়া, নাওভাঙ্গা, ভাদুরিয়া দাউদপুর, চকনওদা , মুরাদপুর, সহ বিভিন্ন গ্রামে নতুন ধানের শীতকালিন পিটা তৈরি করতে নারিরা ব্যস্ত রয়েছেন। দাউদপুর ইউনিয়নের জুমারপাড়া গ্রামের কৃষক মোজাম্মেল হক জানান, আমন ধানের সাথে নবান্নের উৎসব জড়িয়ে আছে। প্রথমে নতুন ধান কেটে চাল করে নবান্ন উৎসবে আত্তনিয়োগ করেছেন তারা। নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা আসাদুজ্জাামান জানান, আবহাওয়া অনুকুলে থাকায় ও কৃষি অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী কৃষকেরা আমন ধান ভালো ভাবে উৎপাদন করেছে। এখন ঘরে তুলতে পারলেই পরবর্তী বোরো ধান উৎপাদনের জন্য বিজতলা তৈরিতে ব্যস্ত থাকবে কৃষক।