নবাবগঞ্জে অনুজীব সার সম্প্রসারনের লক্ষ্যে কর্মশালা

0
474

এম এ সাজেদুল ইসলামঃ “অনুজীব সার তথা জৈব সার ব্যবহারে, মাটির জৈব উপাদান ও ফলন বাড়ে অধিক হারে” শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে অনুজীব সার সম্প্রসারনের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর দাউদপুর সিসিডিবি অফিসের মিলায়তনে অনুষ্ঠিত হল ইকো কো-অপারেশনের অর্থায়নে সিসিডিবি কর্তৃক বাস্তবায়িত ইম্পুভিং নিউট্রিশন স্ট্যাটাস ইন ফ্যামিলি হেলথ (পুষ্টি) প্রকল্পের আয়োজনে অনুজীব সার সম্প্রসারন বিষয়ক কর্মশালা।

উক্ত কর্মশালায় ট্রেনার হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলার কৃষি অফিসার আবু রেজা মোঃ আসাদুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন, সহ আরও ১৫ জন উপকারভোগী। সিসিডিবির পক্ষ থেকে প্রকল্পের কো-অর্ডিনেটর কৃষিবিদ পার্থ প্রতিম সেন, প্রোগ্রাম অফিসার নুসরাত জাহান সহ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা সরকারি বেসরকারি অংশীদারীতের মাধ্যমে অত্র এলাকায় কীভাবে অনুজীব সার চালু করা যায় সেই সম্পর্কে বিশদ আলোচনা করেন। এছাড়াও বক্তারা অনুজীব সারের প্রয়োজনীয়তা ও এর ব্যবহার প্রণালী সম্পর্কে আলোকপাত করেন।