নদী ভাঙনে হুমকির মুখে দাকোপ-বটিয়াঘাটা সড়ক

0
707

নিজস্ব প্রতিবেদক : খুলনার কাজীবাছা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে বটিয়াঘাটা উপজেলার বরইতলা এলাকার কিসমত ফুলতলার দাকোপ-বটিয়াঘাটা সড়ক। বুধবার সকাল ১০ টা থেকে স্থানীয় গ্রামবাসী, ছাত্রছাত্রী, তরুণ-তরুণী ভাঙন রোধ ও সড়ক সংস্কারের দাবিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য মানববন্ধন পালন করেছে।
মানববন্ধনে স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ কাজীবাছা নদীর জোয়ারের ভাঙনে বটিয়াঘাটার কিসমত ফুলতলায় খুলনা-চালনা প্রধান সড়কের পাশে ফাটল দেখা দিয়েছে। যেকোনো মুহূর্তে সড়কটি ভেঙে আশপাশের কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বটিয়াঘাটা বাজারের নদী ভাঙনের এ অংশে প্রায় ৪০০ মিটার জায়গায় ফাটল দেখা দিয়েছে। সড়কটি ভেঙে গেলে আমন বীজতলা নষ্ট হবে। বর্তমানে জোয়ারের সময় স্রোতে ফাটলের স্থান ভেঙে পরছে। সড়কটি ভেঙে গেলে দাকোপের সঙ্গে খুলনা শহরের যোগাযোগ বন্ধ হয়ে যাবে। এতে দাকোপ-বটিয়াঘাটার অর্থনীতি হুমকির মুখে পড়ারও আশঙ্কা রয়েছে। ভাঙনের বিষয়টি বারবার পানি উন্নয়ন বোর্ডকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহমুদ ইলিয়াস জানান, আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় যেকোনো কাজের শুরুতেই কিছুটা দেরি হয়। ফাইল ঢাকায় পাঠানো হয়েছে। কিছুদিনের মধ্যেই প্রকল্পের কাজ শুরু করা হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন অরূপ জোয়ার্দ্দার, সুমন গোলদার, সেতু বিশ্বাস, মো: নজরুল ইসলাম, জয় চক্রবর্তী, মো: রাফি আহমেদ, রূপা রায়, মাহামুদুর রহমান সনেট, ফারজানা ববি, জুলি বাছাড়, চয়ন রায়, মোসা: মাসুমা খাতুন, মো: রাহাত আমিন, প্রান্ত মণ্ডল, নিতু গোলদার, ঐশী মল্লিক, হিয়া মণ্ডল প্রমুখ।
উল্লেখ্য, এর আগেও বটিয়াঘাটা বাজারের বেড়িবাঁধ ও বরণপোতা এলাকার সড়ক নদী ভাঙনের ফলে বিলীন হয়েছে। পরে বিকল্পপথ তৈরি করে গ্রামবাসীর চলাচলের ব্যবস্থা করা হয়েছে।