নতুন সিনেমায় একসঙ্গে আমান-মিষ্টি

0
323

খুলনাটাইমস বিনোদন: চলচ্চিত্র নির্মাতা রাকিবুল আলম রাকিব নির্মাণ করছেন ‘তুই আমার জান’ নামে সিনেমা। সোমবার বিএফডিসিতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হবে। এতে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক আমান রেজা ও মিষ্টি মারিয়া। আমান রেজা বলেন, ‘নির্মাতা রাকিব ভাইয়ের সঙ্গে আমার দ্বিতীয় কাজ এটি। মিষ্টি মারিয়ার সঙ্গে আমার প্রথম কাজ। সিনেমাটির গল্পে অনেক টুইস্ট রয়েছে। আশা করছি, ভালো কিছু হবে। সিনেমা প্রসঙ্গে মিষ্টি মারিয়া বলেন, ‘‘তুই আমার জান’ সিনেমাটি ভালো গল্পের সিনেমা। আশা করছি, এর নির্মাণও ভালো হবে। এটি একটু ভিন্ন প্রেক্ষাপটের সিনেমা। টুঙ্গিপাড়া চলচ্চিত্রের ব্যানার নির্মিতব্য এ সিনেমায় আরো এক জুটিকে দেখা যাবে। জনপ্রিয় মডেল ও অভিনেতা আমান দেশের গ-ি পেরিয়ে ভারতের বেশকিছু চলচ্চিত্র ও বিজ্ঞাপনে কাজ করেছেন। এপার-ওপার মিলে প্রায় ২৬টি চলচ্চিত্রে কাজ করেছেন। অভিনয় করেছেন সৈকত নাসির পরিচালিত ওয়েব সিরিজ ‘ট্র্যাপড’-এ। অন্যদিকে অভিনেত্রী, নৃত্যশিল্পী ও উপস্থাপিকা মারিয়া অভিনীত ইমপ্রেস টেলিফিল্মের ‘আলোয় ভুবন ভরা’ ও ‘ভালোবাসার উত্তাপ’ নামে দুটি সিনেমা মুক্তি পেয়েছে।