নতুন মন্ত্রিপরিষদ গঠনের পর ‘পদত্যাগে প্রস্তুত’ কিরগিজ প্রেসিডেন্ট

0
184

টাইমস বিদেশ :
মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানের প্রেসিডেন্ট সুরোনবাই জিনবেকভ বলেছেন, রাজনৈতিক অস্থিরতা নিরসনে নতুন মন্ত্রিপরিষদ গঠনের পর তিনি পদত্যাগ করতে প্রস্তুত। শুক্রবার এক বিবৃতিতে তিনি একথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দেশটিতে গত সপ্তাহে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তুলে বিরোধী দলগুলোর কর্মী-সমর্থকরা মঙ্গলবার থেকে বিভিন্ন সরকারি কার্যালয় দখল করে রেখেছে। ব্যাপক প্রতিবাদের মুখে ভোটের ফল বাতিলের পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী কুবাতবেক বোরনোভ ও তার মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগও করেছেন। প্রেসিডেন্টের পদত্যাগের ইচ্ছে কিরগিজস্তানে ক্ষমতার রদবদলের পথ খানিকটা মসৃণ করবে বলে পর্যবেক্ষরা অনুমান করলেও কার নেতৃত্বে নতুন সরকার গঠিত হবে সে বিষয়ে বিরোধীরা এখনও একমত হতে পারেনি। শুক্রবার সরকারবিরোধী দুই প্রভাবশালী নেতা ওমুরবেক বাবানোভ ও তিলেক তোকতোগাজিয়েভের মধ্যে ক্ষমতা ভাগাভাগি সংক্রান্ত সমঝোতা হওয়ার পর চারটি দল তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বলে স্থানীয় গণমাধ্যম টোয়েন্টিফোর ডটকেজির এক প্রতিবেদনে জানানো হয়েছে। তবে প্রভাবশালী আরেকটি দল আতা ঝুর্ট পার্টি এখনও বাবানোভকে প্রধানমন্ত্রী ও তোকতোগাজিয়েভকে উপপ্রধানমন্ত্রী বানিয়ে মন্ত্রিসভা গঠনের প্রস্তাব নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। বিরোধী আরও ৭টি দলের অবস্থানও জানা যায়নি। ৬৫ লাখ বাসিন্দা অধ্যুষিত কিরগিজস্তানের সঙ্গে চীনের সীমান্ত আছে। সাবেক এ সোভিয়েত প্রজাতন্ত্রে রাশিয়ার একটি বিমান ঘাঁটিও রয়েছে।