নজরুল ইসলাম মঞ্জুর নির্বাচনী ইশতেহার ঘোষণা

0
560

খুলনা টাইমস প্রতিবেদক

খুলনাকে একটি পরিবেশবান্ধব সবুজ এবং সমৃদ্ধ ও পরিচ্ছন্ন মহানগরী হিসাবে গড়ে তোলার অঙ্গীকার দিয়ে ১৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। আজ বৃস্পতিবার বেলা ১১টায় নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।

নির্বাচনী ইশতেহারে দেয়া ১৯ দফার মধ্যে রয়েছে- খুলনা মহানগরীতে নাগরিক শাসন প্রতিষ্ঠা, নাগরিক পরিকল্পনার প্রবর্তন, নাগরিক মর্যাদা ও সম্মান সংরক্ষণ এবং গুণীজন সম্মাননা, জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি মোকাবিলায় সহনশীল শহর হিসেবে গড়ে তোলা, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সংরক্ষণ, শিশু-বয়স্ক ও প্রতিবন্ধী সহায়ক পরিকল্পনা গ্রহণ, মাদকবিরোধী খুলনা গড়া, নারী অধিকার প্রতিষ্ঠায় সহায়তা প্রদান, নগরবাসীর স্বাস্থ্য উন্নয়ন, পার্ক, উদ্যান ও বৃক্ষ সংরক্ষণ, ক্রীড়া, বিনোদন ও শরীর চর্চার সুযোগ সৃষ্টি, ভেজালমুক্ত বিশুদ্ধ খাদ্য সরবরাহ, মহানগরীর সড়ক উন্নয়ন ও বর্জ্য-বৃষ্টির পানি নিষ্কাশন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, খালিশপুর শিল্পাঞ্চল পুনরুজ্জীবনের পদক্ষেপ, শিল্প ও কলকারখানা স্থাপনে সহযোগিতা দান, সাংস্কৃতিক কর্মকা-ের উন্নয়ন, বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষায় ভূমিকা গ্রহণ, নগর সম্প্রসারণে উদ্যোগ গ্রহণ প্রভৃতি।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক গয়েশ্বর চন্দ্র রায়, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও জেলা বিএনপির সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা, সদস্য সচিব ও মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম, কেন্দ্রীয় বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, জামায়াতে ইসলামীর জেলা সভাপতি মাওলানা ইমরান হোসাইন, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির এজাজ খান, সাবেক এমপি কাজী সেকেন্দার আলী ডালিম, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হুসাইন, বিএনপির নির্বাচন পরিচালনা মিডিয়া কমিটির আহবায়ক অধ্যক্ষ তারিকুল ইসলাম, সদস্য সচিব এহতেশামুল হক শাওন।