নগরীর বয়রায় ভোক্তার অধিকারের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

0
445

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি :
নগরীর বয়রা বাজারে জাতীয় ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগ ও জেলা কার্যালয়ের সমন্বয়ে বাজার পরিদর্শনমূলক অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। রবিবার জাতীয় ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে অভিযানে প্যাকেটের গায়ে সর্বোচ্চ খুচরা মুল্য(এমআরপি) এবং আমদানিকারকের সীল/স্টিকার বিহীন বিদেশী প্রসাধনী ও বোতলজাত বিদেশী কোমল পানীয় বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরী করার অপরাধে আল রহমান কসমেটিকসকে ২ হাজার টাকা. আলম এন্ড সন্সকে ২ হাজার টাকা. আল রহমান ভ্যারাইটিস স্টোরকে ৩ হাজার টাকা, দ্যা কিচেনকে ১০ হাজার টাকা এবং হান্নান হোটেলকে ৫ হাজার টাকা ভোক্তার অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ অনুযায়ী জরিমানা করেন। । অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) এর খুলনা প্রতিনিধি এবং নিরাপত্তায় ছিলেন এপিবিএন খুলনা সদস্যগণ।