নগরীর বিভিন্ন বাজারে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত

0
510

সংবাদ বিজ্ঞপ্তি:

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে সোমবার সকালে নগরীর বিভিন্ন বাজারে খাদ্যদ্রব্যে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়। নিরাপদ খাদ্যদ্রব্য নিশ্চিত করার লক্ষ্যে নগরীর নিউমার্কেট ও দৌলতপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ২০টি খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলেও খাদ্যপণ্যে ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি। এছাড়া নিউমার্কেট বাজারের মৎস্য ব্যবসায়ী মোঃ ইমরানের দোকানে খাওয়ার অনুপোযুক্ত ৫ কেজি ইলিশ ও ৬ কেজি মেদ মাছ জব্দ করে তাৎক্ষণিক তা বাজেয়াপ্ত করা হয় এবং মাংসবিহীন দিনে মাংস বিক্রি হচ্ছে কি না তাও মনিটরিং করা হয়। দৌলতপুর বাজারের মাংস ব্যবসায়ী আব্দুল জলিল ও মোঃ ইউসুফ-এর দোকানে সামান্য পরিমাণ মাংস পাওয়া গেলে প্রাথমিকভাবে তাদেরকে সতর্ক করা হয়।

কেসিসি’র সিনিয়র ভেটেরিনারী সার্জন ডা. মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-খুলনার পরিদর্শক শেখ মেহেদী হাসান বুলবুল সহ কেসিসি’র স্যানেটারী ইন্সপেক্টর ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।