নগরীর গিলাতলায় রাস্তার উপর ৫শ কেভি ট্রান্সফার্মার : দূর্ঘটনার শংকা

0
532

ফুলবাড়ীগেট (খূলনা)প্রতিনিধিঃ
খানজাহান আলী থানাধীন গিলাতলা দক্ষিণপাড়ায় রাস্তার উপর বিদ্যাুৎ বিভাগের ৫শ কেভি বিদ্যাুতের ট্রান্সফার্মার(অস্থায়ী) স্থাপন করায় বিপদজনক ভাবে ছোট ছোট যানবাহন এবং পথচারী যাতায়াত করছে। ট্রান্সফার্মারটি রাস্তার অধিকাংশ জায়গা জুড়ে স্থাপন করায় ঝুকি নিয়ে ছোটখাট যানবাহন এবং পথচারীরা চলাচল করছে।
জানাগেছে, গিলাতলা দক্ষিণপাড়া এলাকার ২৫০ কেভি’র বিদ্যুতের ট্রান্সফার্মারটি গত ২৬ জুন জুড়ে যায়। পরবর্তিতে এই এলাকার বিদ্যুৎ সরবারহ চালু রাখতে বিকল্প ব্যবস্থা হিসাবে অস্থায়ী ৫শ কেভি’র ট্রলি ট্রান্সফার্মার স্থাপন করা হয়। ট্রলি ট্রান্সফার্মারটি কেডিএ আবাসিকের প্রধান সড়ক থেকে বারাকপুর খেয়াঘাটে যাওয়ার পালপাড়ার রাস্তার অর্ধেকের বেশি অংশ জুড়ে স্থাপন করায় এই রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে ভ্যান রিক্রা ও পথচারীরা ঝুকিপুর্ণ ভাবে ট্রলি ট্রান্সফার্মারের সাথে ধাক্কা লাগিয়ে বিপদজনক অবস্থায় যাতায়াত করছে। স্থানিয়রা জানান ট্রলি ট্রান্সফার্মারটি রাস্তার উপর না বসিয়ে পাশে স্থাপন করলে প্রতিনিয়ত ভ্যান-রিক্রার ধাক্কা দিতো না। জরুরী বিভিত্তিতে ব্যবস্থা না নিলে যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনার আশংকা রয়েছে। এ ব্যাপারে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী ইঞ্জিঃ মামুনুর রহমান বলেন ঐ এলাকার বিদ্যুৎ ব্যবস্থা চালু রাখার জন্য সাময়িক ভাবে (অস্থায়ী) এই ট্রান্সফার্মারটি বসানো হয়েছে। পুরাতনটি দ্রæততম সময়ে মেরামত করে স্থাপন করা হবে। সাময়িক সমস্য হলেও কিছু করার নেই বলে তিনি জানান।