নগরীতে পাওনা অর্থ ফেরত চাওয়ায় হত্যার হুমকি

0
297

নিজস্ব প্রতিবেদক:
পাওনা টাকা ফেরত চাইলে মারধর ও হত্যার হুমকি দেয়া হচ্ছে। নগরীর বৈকাশী জংশন রোডের বাসিন্দ্রা ও মোঃ খোরশেদ আলমের ছেলে মো: সাজ্জাদ হোসেন এমন অভিযোগই করেছেন। এনিয়ে তিনি কেএমপির খালিশপুর থানার একটি সাধারণ ডায়েরী (নং ৬৬৭, তারিখ ১৫/১০/২০১৯ইং) করেছেন ।
অভিযোগ সূত্রে জানা যায়, নগরীর সোনাডাঙ্গা আবাসিক ৩ নং রোড’র বাসিন্দ্রা মফিজুর রহমান মিলন (৩০), নয়াবাটি দূর্বাসংঘ ক্লাব মোড়ের জয়নাল আবেদীন’র ছেলে জাহিদুর রহমান টুটুল (৩০) ও গোয়ালখালি প্রাথমিক বিদ্যালয়ের বাসিন্দ্রা সাগর ১৫ অক্টোবর দুপুর অনুমান ২ টার সময় নয়াবাটি মোড়ে অভিযোগকারী সাজ্জাদ হোসেনকে একা পেয়ে মারধর ও খুন জখমের সাথে মিথ্যা মামলা দিয়া হয়রানি করবে বলে হুমকি দেয়। ঘটনার বিষয় স্থানীয় বহু স্বাক্ষী আছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এনিয়ে সাজ্জাদ হোসেন খুলনাটাইমসকে বলেন, পাওনা চাইলে নানান সময়ে ওয়াদা করেছে, তবে এখন হুমকি দিয়ে আসছে। সাজ্জাদ দাবি করেন, তিনি মফিজুর রহমান মিলনের কাছে সর্বমোট ৪ লাখ টাকা এবং জাহিদুর রহমান টুটুলের কাছে প্রায় সাড়ে ৫লাখ টাকা কর্জ বাবদ পাওনা রয়েছে।
অবশ্য এরমধ্যে অভিযুক্ত জাহিদুর রহমান টুটুল খুলনাটাইমস’র কাছে দাবি করে উল্লেখিত অভিযোগটি সঠিক নয়।