নগরীতে ক্যাটালিস্ট ফর চেঞ্জ ইন আরবান স্যানিটশন শীর্ষক কর্মশালার উদ্বোধন

0
331

সংবাদ বিজ্ঞপ্তি : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান সোমবার সকালে নগরীর একটি অভিজাত হোটেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহানগরীর স্বাস্থ্য সম্মত পয়:নিস্কাশন ও স্বাস্থ্য পরিচর্যার উন্নয়নে ‘‘ক্যাটালিস্ট ফর চেঞ্জ ইন আরবান স্যানিটশন’’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন। কেসিসি এবং এসএনভি নেদারল্যান্ডস যৌথভাবে ৪ দিন ব্যাপী এ কর্মশালার আয়োজন করে।

এসএনভি নেদারল্যান্ডস-এর সিনিয়র এ্যাডভাইজার এবং টীম লিডার রাজীভ মুনানকামী’র সভাপতিত্বে কর্মশালার উদ্বাধনী অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর ও এসএনভি নেদারল্যান্ডস-এর কান্ট্রি ডিরেক্টর জেসন বেলানজার। ৪টি গ্রুপে অনুষ্ঠিত এ কর্মশালায় বাংলাদেশের প্রতিনিধিসহ নেদারল্যান্ডস, ইন্দোনেশিয়া, ভারত, নেপাল, তানজোনিয়া ও জাম্বিয়ার প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।