ধামরাইয়ে গ্রাম পুলিশকে মারধর, গ্রেফতার ১

0
197

টাইমস ডেস্ক:
ঢাকার ধামরাইয়ে গ্রাম পুলিশকে মারধরের মামলার প্রধান আসামি ওবাইদুল্লাহ খাঁনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল ৬টার দিকে তাকে সাভার থেকে গ্রেফতার করা হয়। এর আগে, শনিবার রাতে ধামরাই থানায় ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন ভুক্তভোগী ফজল হক। গ্রেফতার ওবাইদুল্লাহ ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের বাসিন্দা। সে কৃষক দলের নেতা বলে জানা গেছে। পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর সুয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান সোরহাবকে ফাঁসানো জন্য তিনি ভিজিডির চাল বিক্রি করেছেন বলে অভিযোগ করতে বলা হয় গ্রাম পুলিশ ফজল হককে। কিš’ গ্রাম পুলিশ ফজল হক তাতে রাজি না হওয়ায় তাকে মারধর করেন ওবাইদুল্লাহসহ কয়েকজন। এ ঘটনায় পরে ভুক্তভোগী ফজল হক শনিবার রাতে থানায় মামলা করলে গতকাল রোববার সকালে ওবাইদুল্লাহকে সাভার থেকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ফজল হকের করা মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে। দুপুরে তাকে ঢাকার আদালতে পাঠানো হবে।