ধর্ষন মামলায় পুলিশ দ্রুত চার্জশীট দেবে-আইজিপি

0
215

টুঙ্গিপাড়া প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ধর্ষনের প্রতিটি ঘটনায় সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। আর অপরাধীদের পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু গ্রেফতারই শেষ নয়, এরপর পুলিশের দ্বায়িত্ব চার্জশীট দেয়া। তাই ধর্ষণ মামলা সম্পন্ন করতে পুলিশ অপরাধীদের বিরুদ্ধে দ্রুত চার্জশীট দেবে। বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ধর্ষকদের কি ধরনের শাস্তি হবে এটা নির্ভর করে বিচার বিভাগের উপর। বাংলাদেশের আইনে এধরনের অপরাধীদের কেমন শাস্তি হবে সেগুলো আইন কতৃক নির্ধারিত করা আছে। পুলিশ যখন অপরাধীদের বিরুদ্ধে চার্জশীট দেবে তখন বিচারকবৃন্দ তাদের যথাযথ শাস্তি দেবে। এরা কেউই রেহাই পাবে না বলে আমার দৃড় বিশ্বাস রয়েছে। পুলিশ যখন অপরাধীদের বিচারের মুখোমুখি দাড় করাবে তখন যার যা প্রাপ্য সে তাই পাবে। এর আগে আইজিপি বেনজীর আহমেদ টুঙ্গিপাড়া পৌছে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পাঞ্জলি অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি পবিত্র ফতেহাপাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাযাত করেন। এসময় বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন, কেএমপি কমিশনার মাসুদুর রহমান (ডিআইজি), ডিআইজি (অপারেশন) এম. খুরশীদ হোসেন, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার সাঈদূর রহমান খান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারন সম্পাদক বাবুল শেখ, পৌর আওয়ামীলীগ সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক ফোরকান বিশ্বাস সহ দেশের বিভিন্ন জেলার পুলিশ সুপারবৃন্দ ও গোপালগঞ্জ জেলা উপজেলার আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।