ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে কয়রায় ছাত্রলীগের আলোক প্রজ্জ্বলন

0
189

কয়রা প্রতিনিধি:
সারাদেশে সংঘঠিত ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধে এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আলোক প্রজ্জ্বলন করেছে খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগ। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় কয়রা সদরের তিন রাস্তার মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন- কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম। কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) আমিনুল হক বাদল, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা শেফার, সাবেক ছাত্রনেতা আছাফুর রহমান, আবু সাঈদ, আছাদুল, ছাত্রলীগ নেতা ফেরদাউস, মফিজুল, রিজভী, বিল্লু, জুবায়ের, রাজা, ইসমাইল, তুহিন, তুফান, নিতিশ, মোস্তাফিজ, শরিফুল, অপু মন্ডল, মুকেশ তরিকুল, শান্তসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এসময় বক্তব্যে ছাত্রলীগ নেতা কর্মীরা বলেন, ধর্ষকরা সমাজের সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী। তাদের কোনো দল নেই। ধর্ষক যে কেউই হোক না কেন তাকে বিচারের আওতায় আনতে হবে। তারা আরও বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে ধর্ষকদের কোনো ঠাঁই নেই। ধর্ষকদের সামাজিকভাবে বয়কট করতে হবে। ধর্ষকদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাই, কোনোভাবে যেন ধর্ষকরা ছাড় না পায়।