দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক নারী ঐক্যের মানববন্ধন

0
809

খুলনাটাইমস: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দেশে ও মধ্যপ্রাচ্যে নির্যাতনে নারীর মৃত্যুর প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে নাগরিক নারী ঐক্যে। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে বাজার নিয়ন্ত্রণে সরকারের ‘ব্যর্থতার’ সমালোচনা করেন বক্তারা। নাগরিক নারী ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য লাকী বেগম বলেন, আমাদের আড়াইশো টাকা কেজি দামে পেঁয়াজ কিনতে হয়, জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। সেখানে একশ টাকার টিকেট কিনে কীভাবে মেট্রোরেলে উঠব? নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির কারণে সরকারের আর ‘ক্ষমতায় থাকার অধিকার নেই’ বলে মন্তব্য করেন তিনি। গত সেপ্টেম্বরে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশের বাজারে এক লাফে দুইশ টাকা ছাড়িয়ে যায়। অন্য দেশ থেকে আমদানির পাশাপাশি সরকারের নানামুখী তৎপরতার পরও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনা যায়নি। অন্যদের মধ্যে নাগরিক নারী ঐক্যের স্বপ্না আক্তার, অ্যাডভোকেট শিউলি আক্তার, অ্যাডভোকেট নসরুল ইসলাম মানববন্ধনে বক্তব্য দেন।